Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

সেঞ্চুরি বৃথা গেল বিজয়ের

শেষ ওভারে মাত্র ৯ রান দিয়ে রাজশাহীর বিপক্ষে খুলনাকে ৭ রানের জয় এনে দিয়েছেন হাসান। ছবি : খুলনা টাইগার্স
শেষ ওভারে মাত্র ৯ রান দিয়ে রাজশাহীর বিপক্ষে খুলনাকে ৭ রানের জয় এনে দিয়েছেন হাসান। ছবি : খুলনা টাইগার্স
[publishpress_authors_box]

বিপিএল ক্যারিয়ারে প্রথমবার সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক বিজয়। অথচ স্মরনীয় দিনটি হয়ে থাকলেও হতাশার। তার হাতেই ছিল দলের জয়-পরাজয়ের ভাগ্য। পরীক্ষায় ফেল করে গেলেন বিজয়। শেষ ওভারে ১৭ রানের প্রয়োজনীয়তা মেটাতে না পেরে খুলনা টাইগার্সের কাছে ৭ রানে হারল দুর্বার রাজশাহী।

হাসান মাহমুদের করা শেষ ওভারের প্রথম বলে ৪ মেরে শুরু করেন বিজয়। পরের ৫ বলে রাজশাহীর দরকার ছিল ১৩ রান। কিন্তু খুলনার পেসার হাসান পরের ৫ বলে আর বড় শট নেওয়ার সুযোগই দেননি। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ বল থেকে মাত্র ৫ রান নিতে পেরেছেন বিজয়। ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে নিজের শতরান পূর্ণ করেন এই ব্যাটার।

প্রায় ৪১১ রানের ম্যাচটিতে আগে ব্যাট করে খুলনা ৪ উইকেটে ২০৯ রান তোলে জবাবে দুর্বার রাজশাহী ৪ উইকেট হারিয়ে ২০২ রানে থেমেছে। রাজশাহীর ইনিংসে বিজয় ছাড়া জিসান আলম ১৫ বলে ৩০, রায়ান বার্ল ১৬ বলে ২৫ রান করেন।

এর আগে আফিফ হোসেন ও উইলিয়াম বোসিস্তোর ১১৩ রানরে জুটিতে বড় সংগ্রহ গড়ে খুলনা। আফিফ ৪২ বলে ৫৬ ও বোসিস্তো ৩৭ বলে অপরাজিত ৫৫ রান করে। তবে মাত্র ১২ বলে চার ছক্কায় অপরাজিত ৩০ রানের ইনিংসে মাহিদুল ইসলাম অঙ্কন দলকে দুইশো ছাড়ানো স্কোর এনে দেন।

খুলনা ও রাজশাহীর এই ম্যাচের ফল জমিয়ে দিয়েছে পয়েন্ট তালিকার লড়াই। এই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে খুলনা উঠেছে চারে। সমান পয়েন্ট নিয়ে রাজশাহী রান রেটে পিছিয়ে আছে। আজকের ম্যাচ জিতলে ৮ পয়েন্ট নিয়ে চারে এগিয়ে থাকার সুযোগ ছিল রাজশাহীর।   

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত