Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

পুলিশের বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন অস্কারজয়ী রামি মালেক

রামি মালেক বর্ণবাদ
[publishpress_authors_box]

অস্কার বিজয়ী অভিনেতা রামি মালেককে একবার বর্ণবাদী সন্দেহের মুখে পড়তে হয়েছিল। ঘটনাটি ঘটেছিল যুক্তরাষ্ট্রে। বর্ণবাদে শিকার হওয়ার ওই অভিজ্ঞতা দ্য গার্ডিয়ান পত্রিকাকে জানিয়েছিলেন রামি মালেক।

ক্যালিফোর্নিয়ায় এক ডাকাতির ঘটনার সন্দেহে তাকে নাকি পুলিশ একবার গাড়ির বনেটে চেপে ধরেছিল। মিশরীয়-আমেরিকান এই অভিনেতা বোহেমিয়ান র‌্যাপসোডি, ওপেনহাইমার এবং দ্য লিটল থিংস সিনেমার জন্য সুপরিচিত।

“আমাকে পুলিশের গাড়ির বনেটে ফেলে চেপে ধরা হয়। কারণ কেউ একজন মদের দোকান থেকে একজন নারীর ব্যাগ চুরি করেছিল। পুলিশ বলছিল, ওই চোর নাকি ল্যাটিন বংশদ্ভূত। পুলিশ আমাকে চেপে ধরে বলছিল ‘তোমার সঙ্গে হুবহু মিলে যায়’। তখন ইঞ্জিন এতোই গরম ছিল যে আমার হাত পুড়ে যাচ্ছিল,” দ্য গার্ডিয়ান-কে তিনি বলেন।

ওই সময় রামি মালেকের সঙ্গে থাকা বন্ধুটি পুলিশ অফিসারকে জানায় তিনি ল্যাটিন নন, বরং মিশরীয়।

২০১৮ সালের ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ সিনেমাতে রক ব্যান্ড ‘কুইন’ এর ভোকাল ফ্রেডি মার্কারির ভূমিকায় অভিনয়ের জন্য অস্কার পান রামি মালেক

রামি মালেক বলেন, “আমার মনে আছে পুলিশের গাড়িতে ওই অবস্থার মধ্যে আমি হাসছিলাম। আর মনে মনে ভাবছিলাম, কিছুই না করে আমাকে তাহলে জেলে যেতে হবে।”

৪৩ বছর বয়সী এই অভিনেতার বাবা-মা মিশরীয়। যিনি বড় হয়েছেন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভিন্ন জাতিসত্তার পরিচয়ের সমস্যা নিয়ে তিনি দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা বলেন।

রামি মালেক আরও বলেন, “আমি জানিনা কীভাবে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়। আমাকে তো ‘শ্বেতাঙ্গ’ ভেবেও ভুল করে। কিন্তু দেখুন আমার খুবই স্বতন্ত্র চেহারা বৈশিষ্ট্য রয়েছে।”

তার আলাপে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ব্যাপারে উদ্বেগও প্রকাশ পায়। কারণ, অনেকেই মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে তিনি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারেন

আরও পড়ুন কেন হলিউড তারকারা আমেরিকা ছাড়তে চাচ্ছেন

২০১৮ সালে মুক্তি পাওয়া বোহেমিয়ান র‌্যাপসোডি সিনেমাতে রক ব্যান্ড কুইন-এর ভোকাল ফ্রেডি মার্কারির ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার পুরস্কার পান রামি মালেক।

রামি মালেক সর্বশেষ অভিনয় করেছেন ২০২৩ সালে মুক্তি পাওয়া ওপেনহাইমার সিনেমায়, যেটি সে বছরের অস্কারে সেরা চলচ্চিত্রসহ ছয়টি পুরস্কার জিতে নেয়।

তার আগামী ছবি দ্য অ্যামেচার আসছে এপ্রিলে মুক্তি পাবার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত