Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

কন্যা দুয়াকে মিডিয়ার সামনে নিয়ে এলেন দীপিকা-রণবীর

দীপিকা পাডুকোন, রণবীর সিং
অনুষ্ঠানের কোন ছবি পারাজ্জিরা প্রকাশ না করলেও, দীপিকার একটি ফ্যান পেইজ থেকে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তারকা দম্পতির কিছু ছবি।
[publishpress_authors_box]

বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর-দীপিকার কিছু ছবি ইন্টারনেটে সম্প্রতি ভাইরাল হয়েছে। বলিউড দম্পতিদের ছবি ভাইরাল হওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এই ছবিগুলোর বিশেষত্ব কী?

রণবীর সিং এবং দীপিকা পাডুকোন সোমবার তাদের নিজ বাড়িতে এক শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করেন। যেখানে তারা কন্যা দুয়া পাডুকোন সিং-কে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন পাপারাজ্জিদের কাছে।

এই অনুষ্ঠানের খবর প্রাথমিকভাবে কোন গণমাধ্যমে না এলেও দীপিকা পাডুকোনের এক ফ্যান পেইজ থেকে তা ছড়িয়ে পড়ে, খবর ফিল্মফেয়ার অনলাইনের।

জানা যায় অনুষ্ঠানের কোন ছবি পাপারাজ্জিরা প্রকাশ না করলেও ছোট্ট দুয়ার বাবা-মায়ের মিলিয়ন ডলারের হাসি ভরা ছবিগুলো ইন্টারনেটে ঠিকই ঘুরে বেড়াচ্ছে।

ছবিগুলোতে দীপিকাকে পিচ রঙের হল্টার-নেক ম্যাক্সি ড্রেস আর রণবীরকে দেখা যায় স্নিগ্ধ সাদা রঙের পোশাকে। দীপিকা ছিলেন খোলা চুলে ছিলে। মেকআপ ছাড়াই তাকে দারুণ লাগছিল।

এর আগে, দীপাবলির সময়, এই তারকা দম্পতি ইনস্টাগ্রামে তাদের কন্যার পায়ের ছবি শেয়ার করেছিলেন এবং একই পোস্টে প্রকাশ করেছিলেন কন্যার নাম।

বলিউডের এই নতুন বাবা-মা তাদের সেই পোস্টে ব্যাখ্যা করেছিলেন তাদের কন্যার নামের অর্থ।

ক্যাপশনে লেখা ছিল “ দুয়া, যার অর্থ প্রার্থনা। কারণ সে আমাদের প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত