Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

কনসার্ট মঞ্চে মারা গেলেন র‌্যাপার ফ্যাটম্যান স্কুপ

fatman scoop
[publishpress_authors_box]

কনসার্টে গান গাওয়ার সময় মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আমেরিকান র‌্যাপার ফ্যাটম্যান স্কুপ। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যানেটিকাটে এই ঘটনা ঘটে।

ক্যানেটিকাট রাজ্যের হ্যামডেন শহরের টাউন সেন্টার পার্কে গান গাইতে গাইতেই মঞ্চে পড়ে যান তিনি ।

হ্যামডেনের মেয়র লরেন গ্যারেট তার ফেসবুকের একটি পোস্টে জানান, র‌্যাপারকে তৎক্ষনাত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

ফ্যাটম্যানের বুকিং এজেন্সি এমএনটুএস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, “ কালজয়ী সব গানের মধ্যে বেঁচে থাকবেন এই শিল্পী”।

ছবি-শিল্পীর ইন্সটাগ্রাম হ্যান্ডল

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুপকে স্মরণ করে তার পরিবার জানায় “সে ছিল মঞ্চে এবং সামাজিক জীবনে এক উজ্জ্বল আলোর বাতিঘর। ফ্যাটম্যান স্কুপ শুধু একজন বিশ্বমানের পারফর্মার ছিলেন না, তিনি ছিলেন একজন বাবা, ভাই, চাচা এবং একজন বন্ধু। তিনি আমাদের জীবনে শক্তি এবং সাহস হয়ে বিরাজ করতেন।”

স্কুপের আসল নাম আইজ্যাক ফ্রিম্যান দ্য থার্ড। নব্বইয়ের দশকে নিউইয়র্কের হিপ হপ গানের জগতের প্রভাবশালী যে কয়জন র‌্যাপার ছিলেন তাদের মাঝে অন্যতম ছিলেন ফ্যাটম্যান স্কুপ।

মিসি এলিয়টের গ্র্যামি পুরস্কারজয়ী গান ‘লুজ কন্ট্রোল’ ও মারায়া ক্যারির ‘ইট’স লাইক দ্যাট’ গানের এর জন্য তিনি বেশি পরিচিত।

১৯৭১ সালের ৬ আগস্ট নিউইয়র্কে জন্ম ফ্যাটম্যান স্কুপের, সেই আগস্টেই চলে গেলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত