Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

৬ টেস্টে রশিদের তিনবার ১০ উইকেটের কীর্তি

টেস্টে ফেরাটা স্মরণীয় করলেন রশিদ খান। ছবি : এক্স
টেস্টে ফেরাটা স্মরণীয় করলেন রশিদ খান। ছবি : এক্স
[publishpress_authors_box]

টেস্টে ছোট্ট ক্যারিয়ার রশিদ খানের। ২০১৮ সালে অভিষেকের পর খেলেছেন কেবল ৬ টেস্ট। তাতেই তিনবার ১০ উইকেট নিয়ে অনন্য কীর্তি গড়লেন আফগানিস্তানের এই লেগ স্পিনার।

টানা চার বছর টেস্ট না খেলা রশিদ ফিরেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর রবিবার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। তাতেই প্রথম খেলোয়াড় হিসেবে ৬ টেস্টে তৃতীয়বার ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকা রশিদ।

চার বছর পর ফিরে টেস্টে ১০ উইকেট নিয়েছেন রশিদ খান। ছবি : এক্স

৬ টেস্টে তার উইকেট ৪৪টি। প্রথম ৬ টেস্টে রশিদের চেয়ে বেশি উইকেট আছে দুজনের। অস্ট্রেলিয়ার চার্লি টার্নার ৫০টি আর দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার প্রথম ৬ টেস্টে পেয়েছিলেন ৪৫ উইকেট। আজ (সোমবার) আর ১ উইকেট পেলে ফিল্যান্ডের পাশে বসার হাতছানি আছে রশিদের।

দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে জিম্বাবুয়ে করেছে ২০৫ রান। জয়ের জন্য তাদের দরকার ৭৩ রান আর আফগানিস্তানের ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ১৫৭ ও ১১৩.৫ ওভারে ৩৬৩ (রহমত ১৩৯, ইসমত ১০১; মুজারাবানি ৬/৯৫, এনগারাভা ৩/৭৬) ; জিম্বাবুয়ে: ২৪৩ ও ৬৬ ওভারে ২০৫/৮ (আরভিন ৫৩*, কারেন ৩৮, রাজা ৩৮; রশিদ ৬/৬৬, জিয়া-উর-রহমান ২/৪৪)।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত