Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

কেন ‘আয়োগে যাব তুম’ গেয়েছিলেন ওস্তাদ রশিদ খান?

'যাব ইউ মেট' সিনেমার গান 'আয়োগে যাব তুম' এখন বেজে চলেছে শ্রোতাদের মনে
'যাব ইউ মেট' সিনেমার গান 'আয়োগে যাব তুম' এখন বেজে চলেছে শ্রোতাদের মনে
Picture of আইরিন সুলতানা

আইরিন সুলতানা

উচ্ছ্বল-চঞ্চল তরুণী গীত প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু প্রেমিক আর সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না। প্রেমিকের কাছে প্রত্যাখ্যাত হয়ে গীতের জীবন থমকে যায়। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনার মধ্য দিয়েই তরুণ আদিত্যের সঙ্গে তার পরিচয় হয়। এরপর নানা ঘটনা ঘটে। একসময় গীত ও আদিত্য একে অপরের কাছ থেকে বিদায়ও নেয়। অনেকদিন পর ঝিম মেরে যাওয়া গীতকে দেখে অবাক হয় আদিত্য; গীতের চলাফেরা অনুসরণ করে অপলক চোখে।

গীত চরিত্রে কারিনা কাপুর আর আদিত্য চরিত্রে শহিদ কাপুর অভিনীত ‘যাব উই মেট’  সিনেমার পর্দায় তখন আবহ সংগীতে বেজে ওঠে ‘আয়োগে যাব তুম ও সাজনা / আঙ্গনা ফুল খিলেঙ্গে’।

ওস্তাদ রশিদ খানের কণ্ঠে রাগাশ্রিত এই গানে দর্শক ও শ্রোতার মন আরও ভারী হয়ে ওঠে। ভারতের এই শাস্ত্রীয় সংগীতশিল্পী তখন গেয়ে চলেছেন গানের পরের স্তবক; ‘ন্যায়না তেরে কাজরারে হ্যায় / ন্যায়নো পে হাম দিল হারে হ্যায়’ অথবা ‘বারসেগা সাওয়ান ঝুম ঝুম কে / দো দিল অ্যায়সে মিলেঙ্গে’।

খাম্বাজ ঠাটের রাগ তিলক কামোদ আর রাগ দেশ মিশেছে এই গানের বাঁধুনিতে। তারপর রশিদ খানের মায়ামাখা কণ্ঠে এই গান মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

দীর্ঘদিন প্রস্টেট ক্যানসারে ভুগে মোটে ৫৬ বছর বয়সে মারা গেলেন তিনি। মঙ্গলবার এই খবরে ভারতের পাশাপাশি বাংলাদেশেও শোক নেমে আসে সংগীতপ্রেমীদের মনে।

২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ পুরস্কার পাওয়া রশিদ খানের মৃত্যুর খবরে বারবার শিরোনাম হয়েছে ‘আয়োগে যাব তুম’ গানটিও। সোশাল মিডিয়াতে এই গানের সাথে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শোকগ্রস্তরা।

২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন ওস্তাদ রশিদ খান । ছবি: প্রয়াত শিল্পী রশিদ খানের ফেইসবুক থেকে

রশিদ খান আর ‘আয়োগে যাব তুম ও সাজনা’ গানটি কী করে একে অন্যের হয়ে উঠল?

গানটি লিখেছেন ফাইজ আনোয়ার।  সুর করেছেন সন্দেশ শাণ্ডিল্য। যদিও ‘যাব উই মেট’ সিনেমার জন্য এই গান ভাবা হয়নি। এমনকি গানের সুর আগে হয়েছিল, পরে কথা বসেছে। নব্বই দশকের শেষের দিকে ফাইজ আনোয়ারের সাথে কণ্ঠশিল্পী উদিত নারায়ণের ‘আই লাভ ইউ’ অ্যালবামের জন্য কাজ করছিলেন সন্দেশ শাণ্ডিল্য।

কাজের মাঝেই মনে মনে সুর খেলে যায়; তারপর তা রেকর্ড করে রাখেন এই সুরকার। ওই সুর শুনতেই গানের মুখড়া লিখে ফেলেন ফাইজ আনোয়ার।

এর কয়েক বছর পরে পরিচালক ইমতিয়াজ আলিকে এই গান শোনালেন সন্দেশ। গান শুনেই ভালো লেগে যায় ইমতিয়াজ আলির। তার ‘যাব উই মেট’ সিনেমায় এই গান যোগ হবে বলেও জানিয়ে দেন।

এরপর ফাইজ আনোয়ারের সাথে যোগাযোগ করেন সন্দেশ। আর তারপর লেখা হলো গানের অন্তরা।

শুরু থেকেই সুরকার সন্দেশ ভেবে রেখেছিলেন, শাস্ত্রীয় সংগীতের একজন শিল্পীই পারবে এই গানের সুরে দরদ ঢেলে দিতে।

বছরের পর বছরের টানা রেওয়াজ আর নিবেদিত সাধনা দিয়েই কারো পক্ষে এমন কণ্ঠ ধারণ করা সম্ভব।”

প্রখ্যাত শিল্পী ওস্তাদ রশিদ খানের ভক্ত এই সুরকার এরপর শিল্পীকে সরাসরি প্রস্তাব করেন গানটি গাইতে। কিন্তু শাস্ত্রীয় সংগীতের শিল্পী রশিদ খান সিনেমায় গান করতেন না।

দ্বিতীয় আরেকটি বাঁধার মুখে পড়েন সন্দেশ শাণ্ডিল্য; রশিদ খান এই গান গাওয়ার জন্য বিরাট অংক দাবি করেন। নিরুপায় হয়ে সন্দেশ জানান, এই পরিমাণ অর্থ পারিশ্রমিক দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু নাছোড়বান্দা এই সুরকার শিল্পীকে আরও বলেন, রশিদ খান এই গান গাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন না একদমই।

তাতে একটু রেগে গিয়ে রশিদ খান পাল্টা জানতে চান, কেন তিনি এই গান ফিরিয়ে দিতে পারবেন না?

জবাবে সন্দেশ বলেন, “আপনি মানা করতে পারবেন না কারণ আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি।”

তখন রশিদ খান সম্মতি জানিয়ে বলেন, “ঠিক আছে সন্দেশ ভাই, আপনি কলকাতা চলে আসুন। আমি রেকর্ড করব।”

মুম্বাইতে কয়েকবার রিহার্সেল শেষে কথা মত চূড়ান্ত রেকর্ডিং হলো কলকাতাতে।

এই গানের যন্ত্র সংগীতে কাজ করেছেন ক্রিস মাসান্দ। গানে পিয়ানো অংশগুলো তারই হাতে বাজানো। ভায়োলিন বাজিয়েছেন সুরেশ লালওয়ানি এবং বাঁশিতে ছিলেন নাভিন কুমার।

‘যাব উই মেট’ মুক্তি পায় ২০০৭ সালে। এরমধ্যে সিনেমার ১৬ বছর পেরিয়ে গেছে। এত বছর পরেও রশিদ খানের গাওয়া ‘আয়োগে যাব তুম ও সাজনা’ গানটি মানুষের মন আর চোখ ভিজিয়ে তোলে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত