Beta
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
Beta
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

কোহলি-রোহিতের পর অবসরে জাদেজা

ভারতের জার্সিতে আর টি-টোয়েন্টি খেলবেন না রবীন্দ্র জাদেজা। ছবি: টুইটার
ভারতের জার্সিতে আর টি-টোয়েন্টি খেলবেন না রবীন্দ্র জাদেজা। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেটে অবসরের হিড়িক! বিরাট কোহলি ও রোহিত শর্মার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন রবীন্দ্র জাদেজা। কুড়ি ওভারের ফরম্যাট ছাড়লেও ভারতের জার্সিতে ওয়ানডে ও টেস্ট চালিয়ে যাবেন এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা দিয়েছেন কোহলি। খানিক পর কুড়ি ওভারের ফরম্যাটকে বিদায় জানান রোহিত। বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ার সঠিক সময় মনে করেছেন তারা। আরেক সিনিয়র ক্রিকেটার জাদেজা দেরি করলেন কয়েক ঘণ্টা। রবিবার (৩০ জুন) ইনস্টাগ্রাম বার্তায় দিয়েছেন টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাদেজা লিখেছেন, “কৃতজ্ঞ হৃদয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছি। গর্বের সঙ্গে ছুটে চলা অটল ঘোড়ার মতো আমি সবসময় আমার দেশের জন্য সেরাটা দিয়েছি। অন্য ফরম্যাটগুলোতে সেটি চালিয়ে নিতে থাকব।”

পোস্টের পরের অংশে লিখেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে স্বপ্নপূরণ হয়েছে, এটাই আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন। সুন্দর স্মৃতি, ভালোবাসা এবং অঢেল সমর্থনের জন্য ধন্যবাদ।”

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব একটা ভালো যায়নি জাদেজার। ব্যাট-বলে অবদান রেখেছেন সামান্য। তবে দলীয় সাফল্যে সব ব্যর্থতা ধুয়েমুছে গেছে তার। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন এই অলরাউন্ডার।

২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রেখেছিলেন জাদেজা। বিদায়বেলায় কুড়ি ওভারের ৭৪ ম্যাচে নামের পাশে ৫১৫ রানের পাশাপাশি ৫৪ উইকেট তার।   

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত