Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

ক্ষমা চাইলেন মদরিচ, রাফিনিয়া জানালেন রিয়াল বধের রহস্য

dft
[publishpress_authors_box]

পর পর দুটি এল ক্লাসিকোয় বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা দুমড়ে মুচড়ে দিয়েছে তাদের। রবিবার জেদ্দায় স্প্যানিশ সুপার কাপে ১০ জনের বার্সাকে পেয়েও রিয়াল হেরেছে ৫-২ গোলে।

এজন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রিয়ালের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার লুকা মদরিচ, ‘‘এভাবে হারটা গ্রহণযোগ্য নয় তবে এটাই ফুটবল। আমরা সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি। মৌসুমের অনেকটাই বাকি, একতাবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে আমাদের।’’

রিয়াল কোচ আনচেলোত্তি দায়টা দিলেন রক্ষণকে, ‘‘আমি কারও নাম নিচ্ছি না তবে আমাদের রক্ষণ ছিল যাচ্ছেতাই। সহজে গোল হজম করেছি। আমরা হাইপ্রেস করার চেষ্টা করে গেছি কিন্তু রক্ষণটা ঠিকঠাক করতে পারিনি। বিরতির সময় আমি বলেছি যে, আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত। কারণ, প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি। লং বল খেললেও সেটা আমাদের পরিকল্পনা ছিল না।’’

উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপের পর স্প্যানিশ সুপার কাপ-টানা তিনটি ফাইনালে গোল করায় কিলিয়ান এমবাপ্পের অবশ্য প্রশংসা করেছেন আনচেলোত্তি, ‘‘এমবাপ্পে অসাধারণ একটা গোল করেছে। তবে ম্যাচের বাকিটা দ্রুত ভুলে নতুন শুরু করতে হবে আমাদের।’’

লা লিগায় বার্সেলোনা ধুঁকছে এখন। ১৯ ম্যাচের ৫টি হেরে তারা পয়েন্ট টেবিলের তিন নম্বরে। প্রশ্ন উঠছে কোচ হান্সি ফ্লিকের হাই লাইন ডিফেন্সের ট্যাকটিক্স নিয়ে। তারপরও টানা দুটি এল ক্লাসিকোয় রিয়াল বধের রহস্য কী?

ম্যাচ সেরা রাফিনিয়া জানালেন সেই রহস্য, ‘‘আমরা বসের ওপর (ফ্লিক) বিশ্বাস রেখেছি, বসও আমাদের বিশ্বাস করেছেন-এটাই আসল ব্যাপার। আমরা জানতাম মাঠে কী করতে হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা শিরোপার জন্য লড়াই করতে পারি আর জিততেও পারি।’’

বার্সার দায়িত্ব নিয়ে প্রথম শিরোপা জিতলেন ফ্লিক। এজন্য গর্বিত ফ্লিক, ‘‘সত্যিই গর্বিত আমি। গর্বিত এই দল, স্টাফ, সমর্থক সবার জন্য। আজ অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল। মৌসুমে আরও ভালো করতে পারতাম কিন্তু আমাদের দলটা তরুণ। এসব নিয়ে কথা বলেছি ড্রেসিংরুমে। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ পরের ম্যাচটা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত