স্প্যানিশ ফুটবল সিস্টেমের সর্বোচ্চ প্রতিযোগিতা লা লিগা। প্রতিযোগিতাটির সবচেয়ে বেশি শিরোপা রিয়াল মাদ্রিদের। বর্তমান চ্যাম্পিয়নও এই দলটি। যে প্রতিযোগিতায় তাদের সাফল্যের ক্যানভাসে বিচরণ, সেটির সর্বোচ্চ পদে থাকা সভাপতির সঙ্গে মাদ্রিদের ক্লাবটির রীতিমতো ‘যুদ্ধ’ লেগে গেছে! পাল্টাপাল্টি আক্রমণ চলছে দুই পক্ষের। লড়াইয়ের বিষয়- রেফারিং।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কারণ হিসেবে রেফারির ‘পক্ষপাতমূলক আচরণ’কে দায়ী করছে মাদ্রিদের ক্লাবটি। এস্পানিওল, আতলেতিকো মাদ্রিদ ও ওসাসুনার বিপক্ষে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রেফারি ও লা লিগার বিরুদ্ধে ‘কারচুপি ও ভেজালের’ অভিযোগ এনে চিঠি পাঠায় রিয়াল মাদ্রিদ।
রেফারির সিদ্ধান্তের দিকে আঙুল তুলে নিজেদের টিভি চ্যানেল ও মিডিয়ার সামনে প্রায়ই বক্তব্য রাখছেন রিয়াল সংশ্লিষ্ট ব্যক্তিরা। এরই পরিপ্রেক্ষিতে সোমবার লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস ধুয়ে দিয়েছেন মাদ্রিদের ক্লাবটিকে, “কেঁদে কেঁদে তারা (রিয়াল মাদ্রিদ) এমন একটি গল্প তৈরি করেছে যা সত্য নয়। তারা বলছে যে, বিশ্বব্যাপী একটি ষড়যন্ত্র চলছে; আর তা হলো- সবাই মাদ্রিদের বিরুদ্ধে।”
রেফারিকে দোষ দিয়ে রিয়াল মাদ্রিদ অন্য দলগুলোর ‘সম্মানহানি’ করছে বলেও অভিযোগ তেবাসের, “জিতলে তারা বলছে, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেই তাদের এই জয়। কিন্তু হেরে গেলে বলছে, রেফারির যড়যন্ত্রের কারণে হেরেছে।”
রিয়াল মাদ্রিদ থেকে জবাব
তেবাসের এমন অভিযোগের পর রিয়াল মাদ্রিদ কি আর চুপ বসে থাকে! পরদিনই লা লিগা সভাপতিকে একহাত নিয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। বুধবার কোপা দেল রে’র সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইতালিয়ান কোচ বলেছেন, “রিয়াল মাদ্রিদ নিয়ে অনেক কথা বলছেন তেবাস। আমি এখানে (রিয়াল মাদ্রিদ) আসার পর থেকে প্রায়ই এটা হচ্ছে। এই ধরনের কথা বলে তিনি মাদ্রিদের লাখ লাখ সমর্থককে অপমান করছেন। লা লিগার সভাপতি হিসেবে তার উচিত স্প্যানিশ ফুটবলের সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া।”
রেফারির সিদ্ধান্ত নিয়ে রিয়ালের অভিযোগ নতুন নয়। ম্যাচের আগে ও পরে নিজেদের টিভি চ্যানেলে এই ইস্যুতে তারা কথা বলছে। ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ রেফারিং সিস্টেম পুনর্গঠনের ডাক দিয়েছেন। তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজানের কাছে নাকি এও দাবি করেছেন, স্পেনে যেন ইংলিশ রেফারিদের নিয়ে আসা হয়।
সোমবার ইউরোপা প্রেসকে লা লিগা সভাপতি বলেছিলেন, “রিয়াল মাদ্রিদের সমর্থকরা যা করছে, সেটাতে আমি লজ্জিত।” আনচেলত্তি এই কথারও উত্তর দিয়েছেন, “আমি ঠিক জানি না কী ‘লজ্জা’ অনুভব করছেন (তেবাস)। আমি মনে করি, সব মাদ্রিদিস্তাস গর্বিত এই ক্লাবের সমর্থক হয়ে।”
তেবাসের ‘ইটের’ জবাবে ‘পাটকেল’ মেরেছেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ ও লা লিগা সভাপতির ‘যুদ্ধ’ এখানেই শেষ হয়েছে ভাবলে ভুল করবেন। আনচেলত্তির কথার উত্তর দিতে দেরি হয়নি তেবাসের। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ জবাব দিয়েছেন তিনি।
বিশাল পোস্টে তেবাস আরও স্পষ্ট করেছেন তার বক্তব্য। রিয়াল মাদ্রিদ ইতালিয়ান কোচকে ‘ব্যবহার’ করছে বলেও মন্তব্য করেছেন লা লিগা সভাপতি।
কী বলেছেন তেবাস
“কার্লো, সবাই জানে প্রতিষ্ঠানগুলো তাদের নেতাদের কাজ ও কথার মধ্যে প্রতিফলিত হয়। আর ফুটবলে, সেটা আরও বেশি। তাই, যখন আমি বললাম ‘রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাবে পরিণত হয়েছে যারা অনেক কাঁদে’, তখন আমি স্পষ্টতই এই সত্যের কথা বলছিলাম যে ক্লাবটির নেতারা ষড়যন্ত্রমূলক আখ্যান তৈরি করছেন। যেখানে তারা বলছে : ‘একটি ভেজাল প্রতিযোগিতা’, ‘সব রেফারি মাদ্রিদবিরোধী, ‘তারা সবাই রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে’…
অদ্ভুত, তাই না? কারণ সেই বক্তব্য প্রতিযোগিতার প্রতি অসম্মানজনক হওয়ার পাশাপাশি মাঠে আপনাকে হারানো ক্লাবগুলোর প্রতিও তো অসম্মানজনক। কারণ তারা (প্রতিপক্ষ) ভালো ছিল অথবা তারা ভাগ্যবান ছিল। এটা লাখ লাখ ভক্তের প্রতি অসম্মানজনক।
আমি ছোটবেলা থেকেই মাদ্রিদের ভক্ত। কিন্তু (রিয়াল মাদ্রিদ) ম্যানেজমেন্ট যে গল্পটি প্রচার করছে, তা আমাদের সর্বদা জানা মূল্যবোধের বিরুদ্ধে।
কার্লো, এটা লজ্জাজনক যে আপনার অভিজ্ঞতার কথা বিবেচনা করে তারা আপনাকে এটার জন্য ব্যবহার করছে।”