Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

হারের ‘হ্যাটট্রিক’ এড়ানোর চ্যালেঞ্জ রিয়ালের

real1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

রিয়াল মাদ্রিদ মৌসুমের শুরুটা করেছিল উয়েফা সুপার কাপ জিতে। আতালান্তাকে ২-০ গোলে হারানো ম্যাচে লক্ষ্যভেদ করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেই আতালান্তার সামনে আজ (মঙ্গলবার) আবারও রিয়াল। এবারের মঞ্চটা চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্ব।

আগস্টের সেই ম্যাচের  পর অবশ্য বদলে গেছে অনেক কিছু। ঘুরে দাঁড়ানো আতালান্তা এখন ইতালিয়ান সিরি ‘এ’র শীর্ষ দল। চ্যাম্পিয়নস লিগেও পাঁচ ম্যাচে হারেনি তারা। তিন জয় দুই ড্রতে আছে পাঁচ নম্বরে।

সেখানে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল নেমে গেছে ২৪ নম্বরে! পাঁচ ম্যাচে জয় কেবল দুটি, হার তিনটি। এই তিন হারের দুটি প্রতিপক্ষের মাঠে। লিলের মাঠে ১-০ আর লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে হেরেছিল কাছে ২-০ গোলে। আজ আতালান্তার মাঠে হারলে বিপক্ষের মাঠে হারের হ্যাটট্রিক হবে তাদের।

প্রতিপক্ষের মাঠে হারের হ্যাটট্রিক এড়াতে অনুশীলনে রিয়ালের খেলোয়াড়রা।

সবশেষ ২০০১ সালে  চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে টানা তিন ম্যাচে হেরেছিল রিয়াল। ২৩ বছর আগে গ্রুপের ম্যাচে ব্রাসেলসে আন্ডারলেখটের কাছে হারের পর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গালাতাসারাইয়ের মাঠে হেরেছিল ৩-০’তে। এরপর সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের মাঠে হারতে হয়েছিল ২-১ ব্যবধানে। মঙ্গলবার আতালান্তার মাঠে হারলে ফিরে আসবে ২৩ বছর আগের সেই দুঃস্মৃতি।

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার মুখোমুখি

লেভারকুসেন-ইন্টার মিলান

আতালান্তা-রিয়াল মাদ্রিদ

লাইপজিগ-অ্যাস্টন ভিলা

শাখতার-বায়ার্ন

ক্লাব ব্রুগা–স্পোর্টিং লিসবন

ব্রেস্ত–পিএসভি

সালজবুর্গ–পিএসজি

জিরোনা-লিভারপুল

জাগরেব-সেল্টিক

অবশ্য বারবার খাদের কিনারা থেকে ঘুরে আসে বলেই চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন রিয়াল। চাপের মুখে ভালো খেলার সেই অতীতই মঙ্গলবার তাদের তাতিয়ে দিতে পারে ইতালির দলটির বিপক্ষে।

এছাড়া আজ (মঙ্গলবার) সালজবুর্গ-এর মুখোমুখি হচ্ছে পিএসজি। ফ্রান্সের চ্যাম্পিয়নরা নেমে গেছে ২৫ নম্বরে। পাঁচ ম্যাচে তাদের জয় একটি, ড্র একটি আর হার তিনটি। নকআউটের জন্য অন্তত ২৪ নম্বরে থাকতেই হবে। সালজবুর্গকে হারাতে না পারলে সেই চ্যালেঞ্জ থেকে আরও পিছিয়ে পড়বে পিএসজি।

পাঁচ ম্যাচে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে এক নম্বরে। মঙ্গলবার ধুঁকতে থাকা জিরোনার চ্যালেঞ্জ জিতলে সরাসরি নকআউট নিয়ে দুশ্চিন্তা করতে হবে না তাদের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত