লা লিগায় আবারও বিতর্ক। ওসাসুনার মাঠে ১-১ গোলে ড্রর পর আরও একবার রেফারিকে একহাত নিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। জুড বেলিংহামের লাল কার্ড আর ওসাসুনাকে পেনাল্টি দেওয়াটা মানতে পারছেন না তিনি।
রিয়াল পয়েন্ট হারানোয় আতলেতিকো মাদ্রিদর হাতছানি ছিল এক নম্বরে উঠে আসার। সেই সুযোগ হারিয়েছে তারা। সেল্তা ভিগোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডিয়েগো সিমিওনের দল। রিয়ালের মত তারাও পরিণত হয়েছিল ১০ জনে। সপ্তম মিনিটে লাল কার্ড দেখেছিলেন আতলেতিকোর পাবলো বারিওস। প্রায় পুরোটা ম্যাচ ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। ৬৮ মিনিটে ইয়াগো আসপাসের পেনাল্টিতে সেল্তা এগিয়ে গেলেও ৮১ মিনিটে সমতা ফেরান আলেক্সান্ডার সরলথ।
২৪ ম্যাচ শেষে লা লিগায় রিয়ালের পয়েন্ট ৫১ আর আতলেতিকোর ৫০। এই দুই দলকে পেছনে ফেলে এক নম্বরে ওঠার সুযোগ এখন বার্সার সামনে। ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট তাদের।
লা লিগার ফল
ওসাসুনা ১ : ১ রিয়াল
আতলেতিকো ১ : ১ সেল্তা ভিগো
লেগানেস ৩ : ৩ আলাভেস
ওসাসুনার মাঠে ১৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর তাদের আক্রমণের ধার বাড়ে আরও। কিন্তু ৩৯ মিনিটে জুড বেলিংহাম লাল কার্ড দেখলে এলোমেলো হয়ে পড়ে রিয়াল। রেফারির সঙ্গে তর্ক করায় লাল কার্ড দেখেন বেলিংহাম।
৫৮ মিনিটে আন্তে বুদেমিরের পেনাল্টি থেকে সমতা ফেরায় ওসাসুনা। জন মনকায়োলার শট থিবো কোর্তোয়া ঠেকানোর পর ফিরতি বলে বুদেমিরের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। তার শটের পরপরই ফাউল করেছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি হোসে মুনুয়েরা। ব্যঙ্গ করার হাসি দিয়ে তখন হাততালি দিতে দেখা যায় আনচেলত্তিকে।
ম্যাচ শেষে রেফারিকে একহাত নিয়ে আনচেলত্তি বললেন, ‘‘আমার মনে হয় এখানে সমস্যা আছে (লা লিগার রেফারিংয়ে)। শেষ তিন ম্যাচে যা ঘটেছে (আমাদের সঙ্গে), সেসব হওয়া উচিত ছিল না। শেষ তিন ম্যাচে ভিএআরের চোখ ছিল শুধু আমাদের পেনাল্টি অঞ্চলে। অন্য প্রান্তের পেনাল্টি অঞ্চলে কি ঘটছে সেখানে নজর ছিল না ওদের। কি ঘটেছে সবাই দেখেছে।’’