Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

রিয়ালে প্রথম হ্যাটট্রিকের পর শিরোপায় চোখ এমবাপ্পের

m1
[publishpress_authors_box]

পিএসজিতে ছিলেন গোল মেশিন। প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে হারিয়ে খুঁজছিলেন নিজেকে। কিছুটা সময় নিলেও নিজেকে খুঁজে পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন শনিবার। তার হ্যাটট্রিকে ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান সুসংহত করল রিয়াল মাদ্রিদ।

অপর ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছি আতলেতিকো মাদ্রিদ। ২১ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৪৯, দুইয়ে থাকা আতলেতিকোর পয়েন্ট ৪৫। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সা।

লা লিগার ফল

আতলেতিকো ১ : ১ ভিয়ারিয়াল

ভায়াদোলিদ ০ : ৩ রিয়াল

সেভিয়া ১ : ১ এস্পানিওল

কদিন আগেই ভিনিসিয়ুস বলেছিলেন, ‘‘রোদ্রিগা আর আমি মিলে চেষ্টা করব সব টুর্নামেন্টে এমবাপ্পেকে সেরা গোলদাতা করার, কারণ এজন্যই ও এখানে এসেছে।’’ নিষেধাজ্ঞার কারণে ভিনি খেলতে পারেননি ম্যাচটিতে। তবে হ্যাটট্রিকের পর তার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি এমবাপ্পে।

পাশাপাশি হ্যাটট্রিকের চেয়ে গত ৫ ম্যাচে ৮ গোল করা এমবাপ্পে বেশি গুরুত্ব দিচ্ছেন লা লিগার শিরোপাকে, ‘‘ভিনি ভালো বলেছে। আমিও তাদের সাহায্য করতে চাই। আমাদের সবার চাওয়া দলে জয়। যদি সেরা স্কোরার হই ভালো, নিজের ক্যারিয়ারে এটা অনেকবার করেছি। তবে লিগ জয়টাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’

১৯ ম্যাচে লা লিগায় এমবাপ্পের গোল এখন ১৫টি। ক্রিস্তিয়ানো রোনালদোর পর রিয়ালের হয়ে ১৯ ম্যাচে ১৫ গোল পাননি আর কেউ। সবমিলিয়ে লা লিগায় তিনি এখন দুইয়ে। সমান ম্যাচে ১৬ গোল বার্সার রবার্ট লেভানদোস্কির।

হোসে জোরিয়া স্টেডিয়ামে ৩০ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে প্রথম গোলটা করেন এমবাপ্পে। ৫৭ মিনিটে প্রতি আক্রমণে ভায়াদোলিদের বক্সে ঢুকে যাওয়া রোদ্রিগো নিজে শট না নিয়ে পাস দেন এমবাপ্পেকে। ফরাসি অধিনায়ক ব্যবধান করেন ২-০।

ইনজুরি টাইমের পেনাল্টিতে রিয়ালে নিজের প্রথম হ্যাটট্রিকটা করেন এমবাপ্পে। বেলিংহামকে ডিবক্সে ফাউল করেছিলেন ভায়াদোলিদের মারিও মার্তিন, যিনি রিয়াল থেকেই ধারে গিয়ে খেলছেন ক্লাবটিতে। এই ফাউলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মার্তিনকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত