Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

রিয়ালে শিরোপার রাজা আনচেলোত্তি

রিয়ালে রেকর্ড ১৫তম শিরোপা জিতলেন আনচেলোত্তি। ছবি : এক্স
রিয়ালে রেকর্ড ১৫তম শিরোপা জিতলেন আনচেলোত্তি। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

শিরোপা জিতেই বছর শেষ করল রিয়াল মাদ্রিদ। কাতারের লুসাইল স্টেডিয়ামে বুধবার রাতে তারা জিতল ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। ফিফার ছয় কনফেডারেশনের চ্যাম্পিয়ন নিয়ে আয়োজিত এই নকআউট ফুটবল টুর্নামেন্টে ফাইনালে মেক্সিকোর পাচুকা এফসিকে রিয়াল হারায় ৩-০ গোলে। একটি করে গোল কিলিয়ান এমবাপ্পে, রোদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রের।

২০২৪ সালে এটা রিয়ালের পঞ্চম শিরোপা। এর আগে তারা জিতেছে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ। তাতে নতুন ইতিহাসও গড়লেন কোচ কার্লো আনচেলোত্তি।

রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ১৫ শিরোপা জেতা কোচ এখন আনচেলোত্তি। পেছনে ফেললেন কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোসকে। ১৯৫৯ থেকে ১৯৭৪ পর্যন্ত রিয়ালকে ১৪টি শিরোপা জিতিয়েছিলেন তিনি।

রিয়ালে দুই মেয়াদে ১৫ শিরোপার মধ্যে আনচেলোত্তি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ৩টি। ২টি করে জিতেছেন লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। তিনবার জিতেছেন উয়েফা সুপার কাপ আর বুধবার জিতলেন ইন্টারকন্টিনেন্টাল কাপ।

রিয়ালে যোগ দিয়ে এটা দ্বিতীয় শিরোপা কিলিয়ান এমবাপ্পের। ২০২২ সালের ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে হ্যাটট্রিক করেও এমবাপ্পে হেরেছিলেন বিশ্বকাপ ফাইনাল। সেই স্টেডিয়ামে একই তারিখে এবার এমবাপ্পে জিতলেন আন্তমহাদেশীয় কাপ। দুই বছর আগের কান্না এবার বদলে গেল হাসিতে।

আর দ্য বেস্ট হওয়ার পর ভিনিসিয়ুস প্রমাণ করেছেন এখনও ‘বেস্ট’ই আছেন তিনি। এক গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও। তার পাসেই ৩৭ মিনিটে এমবাপ্পে এগিয়ে নিয়েছিলেন রিয়ালকে।

৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোদ্রিগো। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে পাচুকার খেলোয়াড়দের নাচিয়ে ডি-বক্সের মাথা থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। গোলরক্ষকের সামনে বেলিংহাম থাকায় ভিএআরে দেখার পর রেফারি দেন গোল।

৮৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়ুস। লুকাস ভাসকেসকে বক্সে পাচুকার ওসামা ইদ্রিসি ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত