চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই প্রতিযোগিতাতেই অঘটনের শিকার হলো তারা। লিলের কাছে হেরে গেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নতুন ফরম্যাটের ইউরোপসেরার লড়াইয়ের লিগ পর্বে ফরাসি ক্লাবটির মাঠ থেকে ১-০ গোলে হেরে ফিরেছে লস ব্লাঙ্কোরা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে লিলের স্তাদে পিয়েরে-মাউরয়ে একমাত্র গোলটি করেছেন জনাথান ডেভিড। প্রথমার্ধের ইনজুরি টাইমে তার পেনাল্টি গোল থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি ক্লাবটি। আর এরই সঙ্গে রিয়ালের অজেয়-যাত্রা শেষ হলো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচ পর হারের মুখ দেখল ইউরোপ চ্যাম্পিয়নরা।
শুধু চ্যাম্পিয়নস লিগের কথা ধরলে রিয়াল শেষবার হেরেছিল প্রায় দেড় বছর আগে। ২০২৩ সালে মে মাসে গ্রুপ পর্বের ম্যাচে ম্যানচেস্টার সিটির কারছে বিধ্বস্ত হয়েছিল ৪-০ গোলে। ওই ধাক্কা কাটিয়ে চ্যাম্পিয়নস লিগের ১৫তম শিরোপা ঘরে তোলে মাদ্রিদের অভিজাতরা।
ম্যান সিটি ইউরোপের অন্যতম শক্তিশালী দল। সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়নস লিগে তাদের হট ফেভারিট ধরা হয়। প্রিমিয়ার লিগের দলটির কাছে রিয়ালের বড় হারকেও অঘটন ধরা হয়নি। কিন্তু লিলের মাঠ থেকে স্প্যানিশ চ্যাম্পিয়নরা হেরে ফিরবে, এই বাজি ধরার লোকের সংখ্যা বেশি থাকার কথা নয়। তবে ফরাসি ক্লাবটি রিয়ালের দাপট থামিয়ে নিজেদের শক্তির জানান দিল।
চোটের কারণে লিলের বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন এনেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি ছিল গোলকিপারের। চোটে ছিটকে যাওয়া থিবো কোর্তোয়ার জায়গায় চলতি মৌসুমে প্রথমবার মাঠে নেমেছিলেন আন্দ্রেই লুনিন। ম্যাচের শুরুতেই কঠিন পরীক্ষায় পড়েছিলেন তিনি। সে যাত্রায় ডেভিডকে সামলালেও প্রথমার্ধের ইনজুরি টাইমে আর পারেননি।
রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা নিজেদের বক্সের মধ্যে হান্ডবল করলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে জাল খুঁজে নিতে কোনও অসুবিধা হয়নি ডেভিডের। তার ওই গোলেই জয় নিশ্চিত হয়েছে লিলের। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে মাঠে নেমেও বদলাতে পারেননি স্কোরলাইন।
অবশ্য গোলশোধে দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল রিয়াল। শেষ দিকে আরদা গুলেরের হেড থেকে গোল না পাওয়ায় হতাশায় ছেয়ে যায় রিয়াল মাদ্রিদের ডাগআউট। এর আগে এনদ্রিক ও আন্টোনিও রুডিগারের দারুণ প্রচেষ্টাও ব্যর্থ হয়।
ফলে লা লিগায় মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর আরেকটি হতাশার রাত কাটল রিয়ালের। এবার চ্যাম্পিয়নস লিগে হেরেই গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।