চোটের ধাক্কায় একসময় হাসপাতালে পরিণত হয়েছিল রিয়াল মাদ্রিদ। এখনও ওই ধাক্কা যায়নি। বিশেষ করে, রক্ষণভাগে সমস্যা প্রকট। রাইটব্যাক দানি কারভাহাল ও সেন্টারব্যাক এদের মিলিতাওয়ের মৌসুম শেষ হয়ে গেছে। আরেক সেন্টারব্যাক ডেভিড আলাবা দীর্ঘদিন মাঠের বাইরে। রক্ষণের এই অবস্থার পরও শীতকালীন দলবদলে খেলোয়াড় না কেনার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের পূর্ণ মনোযোগ গ্রীষ্মের দলবদলে।
কারভাহাল ও মিলিতাও রিয়ালের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অন্যদিকে বায়ার্ন মিউনিখ থেকে আসার পর রক্ষণের বিশ্বস্ত প্রহরী হয়ে উঠেছেন আলাবা। মৌসুমের শেষ পর্যায়ে তার মাঠে ফেরার সম্ভাবনা আছে। কারভাহাল ও মিলিতাওয়ের সেই সম্ভাবনাও নেই। রক্ষণের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় না থাকায় কঠিন পরীক্ষা দিতে হয়েছে রিয়ালকে।
তবে কোচ কার্লো আনচেলত্তি ঠিকই পথ তৈরি করে ফেলেছেন। তরুণ খেলোয়াড় রাউল আসেনসিওকে তুলে এনেছেন। অন্যদিকে অরিলিয়েন চুয়ামিনিকে রক্ষণের দায়িত্বে দারুণভাবে সাজিয়ে নিয়েছেন ইতালিয়ান ট্যাকটিশিয়ান। অন্যদিকে লুকাস ভাসকেস সামলাচ্ছেন রাইটব্যাকের জায়গা। জোড়াতালি দিয়ে সাজানো এই রক্ষণই দারুণ ফল এনে দিচ্ছে রিয়ালকে। সব প্রতিযোগিতায় লড়াই করছে।
চ্যাম্পিয়নস লিগে খারাপ সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে। লা লিগায় শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে মাত্র ১ পয়েন্টে। দলের এই পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ জানুয়ারিতে খেলোয়াড় না কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক এএস-এর। এখন খেলোয়াড়ের পেছনে অর্থ খরচ না করে গ্রীষ্মকালীন দলবদলে বিনোয়াগ করার লক্ষ্য তাদের।
গ্রীষ্মের দলবদলে রিয়ালের টার্গেট কী
রিয়ালের আক্রমণভাগ এখন দুর্দান্ত। ভিনিসিয়ুস জুনিয়র-রোদ্রিগোর সঙ্গে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তাদের সাহায্য করতে পেছনে আছেন জুড বেলিংহাম। সমস্যা রয়েছে মাঝমাঠে। টনি ক্রুসের অভাব চলতি মৌসুমে হাড়ে হাড়ে টের পাচ্ছে রিয়াল। সাবেক জার্মান মিডফিল্ডারের অভাব পূরণে গ্রীষ্মের দলবদলে মাঠে নামবে রিয়াল।
আসলে মাঠে এরই মধ্যে নেমে পড়েছে। ক্রুসের অভাব পূরণে দুটি নাম বাতাসে ভাসছে। একটি প্যারিস সেন্ত জার্মেইয়ের ভিতিনিয়া। অন্য নাম রিয়াল সোসিয়েদাদের মার্তিন জুবিমেন্দি। সান সেবাস্তিয়ানে জোর গুঞ্জন, সামনের গ্রীষ্মের দলবদলে রিয়াল যোগ দিতে যাচ্ছেন এই মিডফিল্ডার।
গ্রীষ্মের দলবদলে রিয়ালে মাঝমাঠের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রাইটব্যাক। কারভাহালের ইনজুরিতে এই পজিশন সামলাচ্ছেন ভাসকেস, যিনি সহজাত রাইটব্যাক নন। তাছাড়া ৩২ পেরিয়ে যাওয়া কারভাহালের বিকল্পও চাইছে রিয়াল। সেকারণে সামনের গ্রীষ্মে রিয়ালের মার্কেট লিস্টে চাহিদার শীর্ষে থাকছে রাইটব্যাক।
মাদ্রিদের অভিজাতদের এই পজিশনের দৌড়ে এগিয়ে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। ২৬ বছর বয়সী লিভারপুল রাইটব্যাক নাকি নিজেও রিয়াল মাদ্রিদে আসতে চান। বেলিংহাম তার প্রিয় বন্ধু। তাছাড়া মাদ্রিদের ক্লাবটির হয়ে খেলার ইচ্ছার কথাও তিনি শুনিয়েছেন। রিয়ালে যাবেন বলেই নাকি লিভারপুলের দেওয়ার সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আলেক্সান্ডার-আরনল্ড। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদে দেখা যেতে পারে এই ইংলিশ র্যাইটব্যাককে।