Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

রিয়াল মাদ্রিদের গোল উৎসব

রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন আর্দা গিলের।  ছবি : এক্স
রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন আর্দা গিলের। ছবি : এক্স
[publishpress_authors_box]

কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিদের মতো তারকাদের বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কার্লো আনচেলোত্তি। বদলি হিসেবে তারা মাঠে নামলেও এর আগেই দেপোর্তিভা মিনেরার জালে গোল উৎসব করে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ফুটবলে চতুর্থ স্তরের ক্লাবটিকে ৫-০ গোলে হারিয়ে কোপা দেল রে’র শেষ ১৬’র টিকিট কাটল তারা।

রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন আর্দা গিলের। একবার করে বল জালে পাঠান লুকা মদরিচ, ফেদে ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা। রিয়ালে ১৩ মৌসুম কাটালেও কোপা দেল রেতে সোমবারই প্রথম গোল করলেন মদরিচ! তাকে প্রশংসায় ভাসালেন কোচ আনচেলোত্তি, ‘‘প্রতিটা ম্যাচে মদরিচের প্রস্তুতি থাকে ফাইনালের মতো। তরুণদের জন্য এটা শিক্ষার।’’

খেলা সম্প্রচারের অবকাঠামোগত সুবিধা না থাকায় নিজেদের মাঠের বদলে মিনেরা খেলে কার্তাহোনোভা স্টেডিয়ামে। চতুর্থ স্তরের ক্লাবটির বিপক্ষে পঞ্চম মিনিটে ভালভের্দের গোলে এগিয়ে যায় রিয়াল।

১৩তম মিনিটে ফ্রান গার্সিয়ার ক্রসে এদুয়ার্দো কামাভিঙ্গার হেডে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ভালভের্দের কাছ থেকে বল পেয়ে ২৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন গিলের। মদরিচের গোলে ৫৫ মিনিটে ব্যবধান হয় ৪-০।

ম্যাচের ফল একপ্রকার ঠিক হয়ে গেলে ৬২তম মিনিটে এক সঙ্গে চারটি পরিবর্তন আনেন আনচেলত্তি। বদলি নামান কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়রদের। বেলিংহাম ও রোদ্রিগো অবশ্য বেঞ্চেই ছিলেন শেষ পর্যন্ত। এমবাপ্পে, ভিনিসিয়ুসরা সুযোগ পেলেও গোল পাননি।

রিয়ালে ১৩ মৌসুম কাটালেও কোপা দেল রেতে সোমবারই প্রথম গোল করলেন মদরিচ। ছবি : এক্স

৮৮ মিনিটে গার্সিয়ার ক্রসে গিলেরের গোলে ৫-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে রিয়াল। এন্দ্রিক একের পর এক মিস না করলে ব্যবধানটা ৭-০ বা ৮-০ গোলেরও হতে পারত!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত