Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

শাস্তি এড়াতে পারলেন না বেলিংহাম

ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন জুড বেলিংহাম। ছবি: এক্স
ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন জুড বেলিংহাম। ছবি: এক্স
[publishpress_authors_box]

ওসাসুনার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন জুড বেলিংহাম। রেফারিকে গালি দেওয়ার অভিযোগ ওঠায় আরও বড় শাস্তি অপেক্ষা করছিল তার জন্য। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি সেই শাস্তি দিল। লাল কার্ডের ওই ঘটনায় ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলিংহামের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। যদিও রিয়াল এই সিদ্ধান্ত মানছে না। তারা আগেই দাবি করেছে, শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচে রেফারিকে কোনও ধরনের গালি বা অসম্মান করেননি বেলিংহাম। এখন ইংলিশ তারকাকে ২ ম্যাচ নিষিদ্ধ করার শাস্তির বিরুদ্ধে আপিল করবে রিয়াল মাদ্রিদ।

আপিলে কাজ না হলে জিরোনা ও রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচ দুটি খেলতে পারবেন না বেলিংহাম। মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে বেলিংহামকে হারানো নিশ্চিতভাবেই রিয়ালের জন্য বড় ধাক্কা। লা লিগার আগের ম্যাচ ১-১ গোলে ড্র করায় পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে রিয়াল।

ওসাসুনার ম্যাচে ৩৯তম মিনিটে বেলিংহামকে লাল কার্ড দেখান রেফারি হোসে লুইস মুনুয়েরা মন্তেরো। তিনি তার প্রতিবেদনে জানিয়েছেন, বেলিংহাম তাকে অপমান করে বলেছেন, “ফা* ইউ।”

যদিও বেলিংহাম ও রিয়াল মাদ্রিদ রেফারির কথা মানছে না। এজন্য ফেডারেশনের কাছে আগেই আপিল করেছিল রেফারির লাল কার্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি আরও ২ ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে বেলিংহামকে।

ভিডিও ফুটেজে দেখা গেছে রেফারির একটি সিদ্ধান্ত মানতে না পেরে ইংলিশ মিডফিল্ডার বলছেন, “আমি সম্মানের সঙ্গে আপনার সঙ্গে কথা বলছি।” একটা পর্যায়ে তিনি বলে ওঠেন, “ফা* অফ।”

সংবাদ সম্মেলনে ওই কথাটাই তুলে ধরেন বেলিংহাম। ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর এই মিডফিল্ডার বলেছেন, “এটা পরিষ্কার রেফারি ভুল করেছেন। এখানে ভুল বোঝাবুঝি হয়েছৈ। ওই ঘটনা আমার পরিষ্কার মনে আছে, তারপরও আমি ভিডিও দেখেছি। এই ভিডিও মোটেও মিলছে না (রেফারির রিপোর্টের সঙ্গে)।”

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তো রীতিমতো ধুয়ে দিয়েছিলেন রেফারিকে। তিনি বলেছিলেন, “রেফারি ইংরেজি না বুঝে লাল কার্ড দেখিয়েছে। বেলিংহাম বলেছে ফা* অফ আর রেফারি বুঝেছে ফা* ইউ। লাল কার্ড দেখার মতো অপরাধ করেনি বেলিংহাম। রেফারি শুধু ওর ইংরেজিটা বোঝেনি।”

যদিও শাস্তি এড়াতে পারেননি বেলিংহাম। লা লিগায় রিয়ালের সামনের দুই ম্যাচে নিষিদ্ধ থাকছেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত