Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়নস লিগের নকআউটে রিয়াল-পিএসজি, সঙ্গী কারা

real madrid-46
[publishpress_authors_box]

ইউরোপের ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদার লড়াই চ্যাম্পিয়নস ট্রফি। এই শিরোপা সবচেয়ে বেশিবার জিতেছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নও তারা। অথচ এবারের মৌসুমে প্রথম পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কা জন্মেছিল তাদের। সেই দলটি সব শঙ্কা উড়িয়ে পৌঁছে গেছে নকআউটে। বুধবার শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারিস সেন্ত জার্মেই, বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসভি আইন্দহোভেন।

বদলে যাওয়া চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্ব হয়েছে লিগ পদ্ধতিতে। ৩৬ দলের মধ্যে শীর্ষ ৮ দল সরাসরি পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদে। বাকি ৮ দল নির্ধারণ করতে ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬ দল খেলেছে দুই লেগের প্লে অফ। দুই লেগের ফলে যারা এগিয়ে তারাই নিশ্চিত করেছে শেষ ষোলো। সেই পর্ব শেষ হয়েছে। পাওয়া গেছে ‘শেষ ষোলো’র ১৬ দল।

এবার রিয়াল মাদ্রিদকে খেলতে হয়েছে এই প্লে অফ। ম্যান সিটির বিপক্ষে প্রথম লেগ ৩-২ গোলে জেতার পর ফিরতি লেগেও জাদু দেখিয়েছে লস ব্লাঙ্কোস। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে ৩-১ গোলে জিতে ৬-৩ অগ্রগামিতায় নিশ্চিত করেছে নকআউট পর্ব।

পিএসজিও সঙ্গী হয়েছে তাদের। ঘরের মাঠের দ্বিতীয় লেগে ব্রেস্তকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ১০-০ অগ্রগামিতায় শেষ ষোলোতে উঠেছে প্যারিসের ক্লাবটি। বুধবার প্রথম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড গোলশূন্য ড্র করেছে স্পোর্তিং লিসবেনের সঙ্গে। প্রথম লেগ ৩-০ গোলে জিতে ফেরায় জার্মান ক্লাবটি পৌঁছে গেছে শেষ ষোলোতে।

শেষ ষোলোতে যারা:

সরাসরি সুযোগ পেয়েছে: লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিল, অ্যাস্টন ভিলা।

প্লে অফ খেলে: রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ত জার্মেই, ক্লাব ব্রুজ, পিএসভি আইন্দহোভেন, ফেইনুর্দ, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, বেনফিকা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত