Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

রাম গোপাল ভারমার এক্স অ্যাকাউন্টে ফাহাদ ফাসিলের ছবির ক্যাপশন কেন শোরগোল তুলেছে

Ram G Verma Fahad Fassil
[publishpress_authors_box]

চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভারমা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করলেন ফাহাদ ফাসিলের একটি ছবি। আর তাতেই কিনা রীতিমতো শোরগোল জুড়ে দিল ভক্ত অনুরাগী। রাম গোপালের পোস্ট করা ছবিতে ‘ব্যাঙ্গালর ডেইজ’ খ্যাত ফাহাদকে দেখে গুঞ্জন উঠেছে, নিশ্চয়ই দুজন নতুন কোন সিনেমার জন্য জুটি বাঁধছেন।

শুক্রবার রাম গোপাল ভারমা ওই ছবিটি পোস্ট করেন। তাতে দেখা যায়, গুহার মতো একটি সেটে দাঁড়িয়ে আছেন মালায়ালাম মেগা স্টার ফাহাদ ফাসিল। ভুতূড়ে ওই ছবির ক্যাপশনে রাম গোপাল লিখেছেন, “আমার তোলা ফাহাদ ফাসিলের প্রথম কোন ছবি, যেখানে তিনি স্বমহিমায় দাঁড়িয়ে।” আর এই ক্যাপশনেই অনুরাগীদের মন্তব্যে ভেসে গেছে কমেন্ট সেকশন। সিনেপ্রেমীরা এই ছবিকে তাই নতুন কোন সিনেমার আভাস হিসেবেই ধরে নিয়েছেন।

কিন্তু সব জল্পনা কল্পনা ভেস্তে দিলেন রাম গোপাল ভারমা নিজেই। কিছুক্ষণ পরই ফাহাদ ফাসিলের সঙ্গে নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করলেন আরেকটি ছবি। এবার আর ভুতুরে সেটে নয়। একেবারে ঝকঝকে আলোয়। আর ক্যাপশনে লিখলেন, “আমার আগের পোস্টে যারা বোকা বনে গেলেন তাদের বলছি, ফাহাদ ফাসিলের আগমন উপলক্ষে ওটা আমার অফিসে তোলা নেহায়েত একটা ছবিই ছিল।”

ফাহাদ ফাসিলের সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভেত্তাইয়ান’ দারুণ চলছে বক্স অফিসে। অনেকের মতে তিনি এখন পৌঁছে গেছেন খ্যাতির চূড়ায়। এই সিনেমার মুখ্য চরিত্র কিংবদন্তী তামিল অভিনেতা রজনীকান্ত। আরও আছেন অমিতাভ বচ্চন।

ফাহাদ ফাসিলের সিনেমা ‘বোগেনভিলিয়া’ মুক্তি পাবে ১৭ অক্টোবর।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত