Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

‘বিদ্রোহীদের’ বাদ দিয়ে তারুণ্যের বাংলাদেশ

ঋতুপর্ণা -সাবিনাদের বাদ দিয়ে ঘোষণা করা হয়েছে নারী জাতীয় দল।
ঋতুপর্ণা -সাবিনাদের বাদ দিয়ে ঘোষণা করা হয়েছে নারী জাতীয় দল।
[publishpress_authors_box]

টানা দ্বিতীয় সাফ জয়ী নারী ফুটবল দল মর্যাদার একুশে পদক পেয়েছে আজ (বৃহস্পতিবার)। সাবিনা খাতুন-মারিয়া মান্দার হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর ঘণ্টা দুয়েক পর আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে বাফুফে। সেই দলে নেই সাবিনা খাতুনসহ ১৮ বিদ্রোহী ফুটবলার।

বিদ্রোহীদের বাদ দিয়ে ২৩ সদস্যদের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। আরব আমিরাতে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি ম্যাচ খেলবে এই দল। বাংলাদেশ নারী জাতীয় দলে জায়গা পেয়েছেন একঝাঁক নতুন মুখ। দলের নেতৃত্ব দিবেন আফঈদা খন্দকার। সর্বশেষ কাঠমান্ডু সাফের সাত ফুটবলার আছেন এই দলে।

দলের নেতৃত্ব দিবেন আফঈদা খন্দকার।

তারুণ্য নির্ভর দল নিয়ে কোচ পিটার বাটলার বললেন, ‘‘এরাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। অনেক খেলোয়াড় রয়েছে তরুণ। তাদের সময় দরকার।’’

শৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে দল গঠনের কথাও বলেছেন বাটলার, ‘‘আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শৃঙ্খলা। এই দলে যারা যাচ্ছে তাদের আচরণ ভালো, নির্দেশনা অনুসরণ করে আর গ্রহণযোগ্য পারফরম্যান্সও করছে।’’

বাংলাদেশ স্কোয়াড : আফঈদা খন্দকার, ইয়ারজান, মিলি আক্তার, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রাণী, কোহাতি কিসকু, আইরিন খাতুন, অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, ঐশী সুলতানা, তনিমা বিশ্বাস, মেঘলা রাণী, মারিয়াম বিনতে হান্না, কানন আক্তার, আকলিমা খাতুন, বন্যা খাতুন, সুরমা জান্নাত, হালিমা আক্তার, অয়ন্ত বালা, জয়ন্ত বিবি রিতা ও নাবরিন খাতুন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত