Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

৬ ওভারে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

অস্ট্রেলিয়ার জয়ের পথে বিধ্বংসী ব্যাটিং করেছেন ট্রাভিস হেড। ছবি: টুইটার
অস্ট্রেলিয়ার জয়ের পথে বিধ্বংসী ব্যাটিং করেছেন ট্রাভিস হেড। ছবি: টুইটার
[publishpress_authors_box]

চার-ছক্কার বৃষ্টিতে বিশ্বরেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে’তে সর্বোচ্চ রান তোলার নতুন রেকর্ডের জন্ম দিয়েছে মিচেল মার্শরা। স্কটল্যান্ডের বিপক্ষে ৬ ওভারে ১১৩ রান তুলেছে স্কোরবোর্ডে।

সামনেই ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ অস্ট্রেলিয়ার। এই সিরিজের আগে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে স্কটল্যান্ড সফর করছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা। এডিনবার্গের প্রথম টি-টোয়েন্টিতেই তারা দেখিয়ে দিল- কন্ডিশনের সঙ্গে দ্রুতই নিজেদের মানিয়ে নিয়েছে।

স্কটিশদের নিয়ে আক্ষরিক অর্থেই খেলেছে অস্ট্রেলিয়া। প্রথমে বল হাতে স্বাগতিকদের নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রানে আটকে রাখে। এরপর ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে।

মাত্র ৩ উইকেট হারিয়ে পাওয়া জয়টা এসেছে মাত্র ৯.৪ ওভারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়ের রেকর্ড এখন এটিই।

৬২ বল আগে জয় নিশ্চিত করার পথে পাওয়ার প্লে’তে টর্নেডো চালিয়েছেন ট্রাভিস হেড ও মার্শ। প্রথম ৬ ওভারে তারা তুলে নেন ১১৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে’তে সর্বোচ্চ রান তোলার রেকর্ড এখন এটিই। আগের সর্বোচ্চ ছিল ১০২ রান। গত বছর সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ডটা গড়েছিল দক্ষিণ আফ্রিকা।

১৫৫ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল বাজে। অভিষিক্ত ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক রানের খাতা খোলার আগেই বিদায় নেন। পরের সময়টা ইতিহাস। আরেক ওপেনার হেড ও ওয়ান ডাউনে নামা মার্শ মিলে স্কটিশ বোলারদের ওপর ঝড় বইয়ে দেন। মার্শ মাত্র ১২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৩৯ রান করে আউট হন।

তবে থামানো যায়নি হেডকে। বাঁহাতি ব্যাটার মাত্র ১৭ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি। সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন। তবে ৮০ রানে থামতে হয় তাকে। ২৫ বলের বিধ্বংসী ইনিংসটি তিনি সাজান ১২ চার ও ৫ ছক্কায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত