Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সবুজের বুকে লাল

প্রতিবছরই বিজয় দিবসকে সামনে রেখে বাড়ে পতাকা তৈরি ও বিক্রি। সারাবছর পতাকার চাহিদা কম থাকলেও ডিসেম্বর ও মার্চে বাড়ে। ফলে পতাকা তৈরির কারখানাগুলোতেও বাড়ে শ্রমিকদের ব্যস্ততা। ঢাকার রায়েরবাগের তেমনই একটি কারখানায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা। ছবি : হারুন-অর-রশীদ
প্রতিবছরই বিজয় দিবসকে সামনে রেখে বাড়ে পতাকা তৈরি ও বিক্রি। সারাবছর পতাকার চাহিদা কম থাকলেও ডিসেম্বর ও মার্চে বাড়ে। ফলে পতাকা তৈরির কারখানাগুলোতেও বাড়ে শ্রমিকদের ব্যস্ততা। ঢাকার রায়েরবাগের তেমনই একটি কারখানায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা। ছবি : হারুন-অর-রশীদ
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
সাধারণত ধাপে ধাপে কাজ করেন কর্মীরা। কেউ পতাকার মাপে কাপড় কাটেন, তো কেউ তা সেলাই করেন। ছবি : হারুন-অর-রশীদ
সাধারণত ধাপে ধাপে কাজ করেন কর্মীরা। কেউ জাতীয় পতাকার নির্ধারিত মাপে কাপড় কাটেন, তো কেউ তা সেলাই করেন। পতাকা স্ট্যান্ড বা বাঁশের মাথায় টাঙানোর জন্য দুই প্রান্তে যুক্ত করা হয় ফিতাও। ছবি : হারুন-অর-রশীদ
কাটিং এর পর আসে সেলাইয়ের কাজ। নিপুণ হাতে, সবুজের ওপর লাল কাপড় মাপমতো বসিয়ে তৈরি করা হয় পতাকা। ছবি “ হারুন-অর-রশীদ
কাটিং এর পর আসে সেলাইয়ের কাজ। নিপুণ হাতে, সবুজের ওপর লাল কাপড় মাপমতো বসিয়ে তৈরি করা হয় পতাকা। ছবি “ হারুন-অর-রশীদ
তৈরি হওয়া বিভিন্ন আকারের পতাকা ভাজ করে গুছিয়ে রাখছেন এক কর্মী। ছবি : হারুন-অর-রশীদ
তৈরি হওয়া বিভিন্ন আকারের পতাকা ভাজ করে গুছিয়ে রাখছেন এক কর্মী। ছবি : হারুন-অর-রশীদ
নিয়ম অনুযায়ী, বাংলাদেশের জাতীয় পতাকার রঙ গাঢ় সবুজ। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ১০:৬, আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝে থাকবে একটি লাল বৃত্ত। এই বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে। ছবি : হারুন-অর-রশীদ
নিয়ম অনুযায়ী, বাংলাদেশের জাতীয় পতাকার রঙ গাঢ় সবুজ। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ১০:৬, আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝে থাকবে একটি লাল বৃত্ত। এই বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে। ছবি : হারুন-অর-রশীদ
জাতীয় পতাকার এই সবুজ রং বাংলাদেশের প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। ছবি : হারুন-অর-রশীদ
জাতীয় পতাকার এই সবুজ রং বাংলাদেশের প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। ছবি : হারুন-অর-রশীদ

আরও পড়ুন