কোন ফাউল নয়। তারপরও রেফারি মুনেয়ারা মনতোরা লাল কার্ড দেখালেন জুড বেলিংহামকে। ভিডিও রিপ্লেতে দেখা গেছে ওসাসুনার বিপক্ষে মেজাজ হারিয়ে রেফারিকে কিছু একটা বলেছিলেন রিয়ালের এই ইংলিশ তারকা। রেফারির কাছে সেটা মনে হয়েছে অশ্রাব্য গালি। ম্যাচ রিপোর্টেও তেমনটা লিখেছেন তিনি।
তাই প্রশ্ন, আসলে রেফারিকে কোন গালিটা দিয়েছিলেন বেলিংহাম? এ নিয়ে তার সঙ্গে কথা হয়েছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। আর বেলিংহামের দাবি শুনে চক্ষু চড়কগাছ আনচেলত্তির। কারণ বেলিংহাম যা বলেছেন, ইংরেজি ভাষায় সেটা গালিই নয়!
বেলিংহাম বলেছিলেন, ‘ফাক অফ’। এর অর্থ বন্ধ কর, দূর হও (বিরক্তি বোঝাতে)। গত কয়েকটা ম্যাচে রিয়ালের বিপক্ষে কিছু সিদ্ধান্ত আসাতেই হয়তো এমন ক্ষোভ বেলিংহামের। কিন্তু রেফারি ‘ফাক অফ’-এর বদলে বুছেঝেন ‘ফাক ইউ’! এজন্যই দেরি করেননি লাল কার্ড দেখাতে?
ম্যাচ শেষে তাই রেফারিকে তুলোধুনো করলেন আনচেলত্তি, ‘‘রেফারি ইংরেজি না বুঝে লাল কার্ড দেখিয়েছে। বেলিংহাম বলেছে ফাক অফ আর রেফারি বুঝেছে ফাক ইউ। লাল কার্ড দেখার মত অপরাধ করেনি বেলিংহাম। রেফারি শুধু ওর ইংরেজিটা বুঝেনি।’’
লা লিগার স্প্যানিশ রেফারিদের ইংলিশ না বুঝে লাল কার্ড দেখানোর ঘটনা এটাই প্রথম নয়। গত মৌসুমে কাদিজের বিপক্ষে আব্দুল মুমিন সুলেমানও লাল কার্ড দেখেছিলেন ‘ফাক অফ’ বলায়! একই কারণে ইংল্যান্ডের আরেক খেলোয়াড় ম্যাসন গ্রিনউডও লাল কার্ড দেখেন গত মৌসুমে।
স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টার+কে বেলিংহাম এ নিয়ে বলেছেন, ‘‘ রেফারির প্রতি সম্মান রেখেই বলেছি ‘ফাক অফ’। আমি শুধু একটা অনুভূতি প্রকাশ করেছি। একটা ভুল–বোঝাবুঝির কারণেই ঝামেলাটা বেধেছে। রেফারিকে অপমান করার কোনো ইচ্ছাই আমার ছিল না।’’
রবিবার রিয়ালের বিপক্ষে বিতর্কিত একটা পেনাল্টির সিদ্ধান্তও দিয়েছিলেন রেফারি। এটাও মানতে পারছেন না আনচেলত্তি, ‘‘আমার মনে হয় এখানে সমস্যা আছে (লা লিগার রেফারিংয়ে)। শেষ তিন ম্যাচে যা ঘটেছে (আমাদের সঙ্গে), সেসব হওয়া উচিত ছিল না। শেষ তিন ম্যাচে ভিএআরের চোখ ছিল শুধু আমাদের পেনাল্টি অঞ্চলে। অন্য প্রান্তের পেনাল্টি অঞ্চলে কি ঘটছে সেখানে নজর ছিল না ওদের।’’