সৃষ্টির এক যুগ পর প্রকাশিত হতে যাচ্ছে সংগীতশিল্পী রেশমী মির্জার প্রথম গানের ভিডিও অ্যালবাম। চ্যানেল নাইনের রিয়ালিটি শো ‘পাওয়ার ভয়েজ’-এ সেরা দশে স্থান পাওয়ার মধ্য দিয়ে বাংলা গানে নিজের উপস্থিতি জানান দেন রেশমি।
প্রথম প্রকাশিত গান ‘নিন্দুকের মুখে পড়ুক ছাই’ গানটি দিয়েই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত হয় রেশমির প্রথম অ্যালবামটির অডিও ভার্সন। তবে, নানা জটিলতায় তা ইন্টারনেট থেকে সরিয়েও নেন। অবশেষে ফের গানগুলো যথাযথভাবে প্রকাশ হতে যাচ্ছে।
রেশমির ‘মাটি’ ব্যান্ডের নাম যে গান থেকে সেই টাইটেল গানটি প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু হচ্ছে এ অ্যালবামের। ২০১০-১২ সালের মধ্যে রচিত হয় ‘মাটি’ গানটি। ইফতেখার সুজনের কথায় মীর মাসুমের সুর ও কম্পোজিশনে গানটি তৈরি হয়।
‘মাটি পরিচয়-স্নেহময়ী জননী, ভালোবাসা- তুমি মাটি ধরণী,তোমার আঁচলে-কাটে দিন রজনী, মাটি টান, মাটি মান, মাটি হবে বিছানা..’ এমন কথার গানটি রকসুরে গেয়েছেন রেশমী। ২০১৭ সালে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে শুটিং হয় গানটির।
রেশমী বলেন, “২০১৫ সালে আমাদের অ্যালবামটি জাঁকজমকপূর্ণভাবে প্রকাশিত হওয়ার কথা ছিল। একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিও হয়। গানের অডিওগুলো সম্পূর্ণ প্রস্তুত ছিল। কিন্তু ভিডিও আকারে যথাযথভাবে মুক্তি দেয়া সম্ভব হয়নি। তবে, গানগুলো আমারা স্টেজে, টেলিভিশনে গেয়েই শ্রোতাপ্রিয়তা পেয়েছি। তাই দেরি হলেও গানগুলো শ্রোতাদের সামনে যথাযথভাবে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছি।”
গানটির শিরোনাম থেকে ব্যান্ডের নামকরণ করা প্রসঙ্গে রেশমী বলেন, “গানটি যখন প্রথম শুনি তখনই মনে হয়েছে এ গানটির সাথে দেশ মাতৃত্ব শেকড়ের একটা দারুণ সম্পর্ক আছে। আমাদের গানের যাত্রা ও উদ্দেশ্যের সাথেও যা খুব যায়, তাই মাটি নামটি আমরা পছন্দ করেছি। সে নামেই একযুগের বেশি সময় ধরে গান গেয়ে আসছি।”
মাটি অ্যালবামটির প্রযোজনা করেছেন সৌরভ দাশ।
প্রসঙ্গত, লোকগানে তরুণ কণ্ঠস্বর হিসেবে লালন, রাধারমন, শাহ আব্দুল করিম, আব্দুল আলিমের গানকে নিজের ব্যান্ড ও স্বকীয় গায়কীর মধ্য দিয়ে নতুনভাবে উপস্থাপন করছেন রেশমী।
গানবাংলা টিভি চ্যানেলের উইন্ড অব চেঞ্জ অনুষ্ঠানে ‘কমলায় নৃত্য করে’ গানটির মধ্য দিয়ে বিশ্বব্যাপী বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন রেশমি।
টিএম রেকর্ডসের ব্যানারে ‘প্রেমের লাড্ডু’ গানটিও কনসার্টে শ্রোতাদের চাহিদার শীর্ষে থাকে বলে জানালেন এ শিল্পী। রেশমি জানান, এ ব্যানার থেকে নতুন বছরে বেশ কিছু গান প্রকাশিত হতে যাচ্ছে। প্রতীক হাসানের সঙ্গীত পরিচালনায় আসছে একটি হিপহপ গান।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া চৌধুরীর ‘মেয়েদের গল্প’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি সম্প্রতি। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ।