Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

রিটার্ন দাখিলের সময় আরও বাড়ল

এনবিআর
ঢাকার আগারগাঁওয়ে এনবিআর ভবন। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ানো হয়েছে। এ নিয়ে দুই দফায় বাড়ল রিটার্ন দাখিলের সময়।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময় বাড়ানোর আদেশ জারি করেছে।

সে অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি পর্যায়ের করদাতা এবং ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাতিষ্ঠানিক বা কোম্পানি করদাতারা কোনও ধরনের জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

এর আগে গত ১৭ নভেম্বর এক আদেশে সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। এবার দ্বিতীয় বারের মতো সময় বাড়ানোর আদেশ জারি করল এনবিআর।

একইভাবে আরেক আদেশে কোম্পানি পর্যায়ের কর দিবস ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

সাধারণত প্রতি অর্থবছরের ৩০ নভেম্বর ব্যক্তি পর্যায়ের আয়কর দিবস এবং ১৫ ডিসেম্বর কোম্পানি পর্যায়ের কর দিবস পালন করা হয়। মূলত জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের শেষ দিনটিই করদিবস হিসেবে পালন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত