Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
রিকেলটনের সেঞ্চুরিতে প্রোটিয়াদের ৩১৫

২৭ বছর পর ঢাকার রেকর্ড ভাঙল করাচিতে

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেছেন রায়ান রিকেলটন। ছবি : ক্রিকইনফো
ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেছেন রায়ান রিকেলটন। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেলেন রায়ান রিকেলটন। এই ওপেনারের সেঞ্চুরিতে করাচিতে আফগানিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে ৩১৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ১০৬ বলে ৭ বাউন্ডারি ১ ছক্কায় ১০৩ করেছিলেন রিকেলটন।

এছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা ৫৮, ভ্যান ডার ডুসেন ৫২ ও এইডেন মারক্রাম খেলেন অপরাজিত ৫২ রানের ইনিংস। প্রোটিয়াদের ইনিংসে ৫০ বা বেশি রানের স্কোর করেছেন চার জন যা চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ। এর আগে ২০১৭ সালে এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় চার ব্যাটার করেছিলেন ৫০-এর বেশি স্কোর।

বোলিংয়ে আবার রেকর্ড গড়েছেন আফগান স্পিনাররা। তাদের লেগ স্পিনাররা করেছেন ১৯ ওভার, যা চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ। এর আগে ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে জিম্বাবুয়ের দুই লেগ স্পিনার পল স্টার্লিং ও মারে গুডউইন নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৪ ওভার।

আফগান দুই লেগ স্পিনার বোলিং করেছেন ১৯ ওভার, যা চ্যাম্পিয়নস ট্রফিতে এক ইনিংসে সর্বোচ্চ। ছবি : ক্রিকইনফো

 আজ (শুক্রবার) আফগান লেগ স্পিনার রশিদ খান ১০ ওভারে ৫৯ রান দিয়ে পাননি উইকেটের দেখা। আরেক লেগ স্পিনার নুর আহমেদ ৯ ওভারে ৬৫ রানে নেন ১ উইকেট। ১৯ ওভার করলেও রান আটকাতে পারেননি আফগান দুই লেগ স্পিনার। তবে লেগ স্পিনে চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি বোলিংয়ের ঢাকার রেকর্ড ২৭ বছর পর ঠিকই ভাঙল করাচিতে। আফগানিস্তানের আরেক স্পিনার মোহাম্মদ নবি এই ইনিংসের সবচেয়ে সফল বোলার। ৫১ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

ওয়ানডেতে আফগানিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২৮৬। দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে সেই রেকর্ড ভাঙতে হবে তাদের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত