Beta
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

রিশাদের ৩৫, বাংলাদেশের ৬

টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়ে বছর শেষ করলেন রিশাদ হোসেন। ছবি : উইন্ডিজ ক্রিকেট
টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়ে বছর শেষ করলেন রিশাদ হোসেন। ছবি : উইন্ডিজ ক্রিকেট
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনারদের কদরই ছিল না। সেই লেগ স্পিনার রিশাদ হোসেন করলেন অনন্য এক কীর্তি। ২০২৪ সালটা শেষ করলেন টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে। আর কোনো বাংলাদেশি বোলার পারেননি এক বছরে এত বেশি উইকেট নিতে।

২০২১ সালে ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়ে আগের রেকর্ডটা ছিল মোস্তাফিজুর রহমানের। এ বছর রিশাদের পাশাপাশি তাসকিনও পেছনে ফেলেছেন মোস্তাফিজকে। তাসকিন বছর শেষ করলেন ১৯ ম্যাচে ৩০ উইকেট নিয়ে।

আজ (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ, এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। আর সিরিজ জুড়ে নিয়েছেন ৬ উইকেট। গত বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন রিশাদ, এটাও এক বিশ্বকাপে বাংলাদেশের কোনো বোলারের সর্বোচ্চ।

দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৩-০’তে হোয়াইটওয়াশটা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে একাধিক ম্যাচের সিরিজে এটি বাংলাদেশের ষষ্ঠবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কীর্তি।

টি-টোয়েন্টিতে একাধিক ম্যাচের সিরিজে এটি বাংলাদেশের ষষ্ঠবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কীর্তি।

তবে তিন ম্যাচের সিরিজে এ নিয়ে তৃতীয়বার বিপক্ষকে হোয়াইটওয়াশ করল তারা। আগের দুটি ছিল ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০১২ সালে আয়ারল্যান্ড সফরে আইরিশদের ৩-০’তে হারানোর পর ২০২৩ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতে আসা ইংল্যান্ডকে ৩-০’তে হারায় বাংলাদেশ।

একাধিক ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়রা ঘরের মাঠে এ নিয়ে হোয়াইটওয়াশ হলো পাঁচবার। এর তিনটি তিন ম্যাচের সিরিজ। আগের দুটি ২০১৯ সালে। সে বছর মার্চে ইংল্যান্ডের কাছে ৩–০–তে হারের পর আগস্টে ভারতের কাছেও বিধ্বস্ত হয়েছিল ক্যারিবিয়ানরা।

দেশ,বিদেশ মিলিয়েই তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে এ নিয়ে ৮বার হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ। ভারত,পাকিস্তান, ইংল্যান্ডের পর তাদের ৩-০তে হারানোর কীর্তি এখন বাংলাদেশেরও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত