অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দল পেয়েছেন রিশাদ হোসেন। ড্রাফট থেকে হোবার্ট হারিকেনস দলে নিয়েছে বাংলাদেশের এই লেগ স্পিনারকে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর আর বিপিএলের ব্যস্ততায় দল পেয়েও বিগ ব্যাশের মতো মর্যাদার টুর্নামেন্টে খেলাটা অনিশ্চিত তার।
রিশাদ খেলতে পারবেন কিনা জানেন না নিজেও। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শুধু বললেন, ‘‘এখন পর্যন্ত জানি না।’’ আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। সেই নিলামে কি দল পাবেন?
এ নিয়ে বাস্তববাদী রিশাদ। বড় বড় তারকাও অনেক সময় দল পান না আইপিএলে, এটা জানা আছে তার,‘‘ ইচ্ছা তো সবার থাকে। তবে বেশি আশা করা ভালো না। আমি বেশি আশা করি না কখনো, কোনো কিছু নিয়ে। তাহলে কষ্ট পাব না। আমি এরকম চিন্তা করি না কখনো কিছু নিয়ে। বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না। নরমাল থাকার চেষ্টা করি যে সবকিছু তো আল্লাহর হাতে। দেখা যাক কী হয়।’’
তবে পছন্দের কোনো দল আছে কিনা জানতে চাইলে রিশাদ বললেন, ‘‘এ রকম কিছু ভাবিনি। আমি মনে মনে ভাবলাম চেন্নাই, কিন্তু আমার হলো অন্য দলে। তখন হয়তো মনটা খারাপ হবে। তবে ফেবারিট কলকাতা। সাকিব ভাই সে দলে অনেক দিন খেলেছেন, তাই।আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ভালো দিন খারাপ দিন সবারই আসে-যায়। আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।’’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে নজর কাড়েন রিশাদ। বিশ্বকাপ শেষে নিজেকে আরও কার্যকরী করতে কাজ করেছেন বৈচিত্র্য নিয়ে, ‘‘বিশ্বকাপ শেষ করার পর অনেক কিছু নিয়েই কাজ করছিলাম, ভেরিয়েশন, লাইন-লেংথ। আশা করছি, সামনের সিরিজগুলোতে ভালো করার চেষ্টা করব।’’
গায়ানায় ২৭ নভেম্বর শুরু হবে গ্লোবাল সুপার লিগ। রংপুর রাইডার্সের হয়ে সেখানে খেলবেন রিশাদ। নিজের লক্ষ্য নিয়ে জানালেন, ‘‘আগে থেকে কোনো লক্ষ্য ভেবে রাখছি না। শুধু ম্যাচ ধরে ধরে এগোতে চাই। নরমাল প্ল্যান নিয়েই যাব। যেহেতু আমাদের প্রতিপক্ষ চারটি দল চার রকম। চেষ্টা করব নিজের ভালোটা দেওয়ার।’’