কক্সবাজারের পেকুয়া উপজেলায় ডাম্পার গাড়ির (মিনি ট্রাক) সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাজীবাজার বটগাছতলা এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস।
নিহতরা হলেন– পেকুয়ার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার প্রয়াত সৈয়দুল আলমের ছেলে মনিরুল মন্নান (২২), চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মার্দাশা এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ (৪৯), পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বজল আহমদের ছেলে মো. আব্দুর রহমান (৩৫), কুমিল্লা লাকসাম উপজেলার ফকির বাড়ী এলাকার শহীদ মিয়ার স্ত্রী শাহীন আক্তার (২৯) ও তার ছয় মাস বয়সী সন্তান।
স্থানীয়দের বরাতে দুর্জয় বিশ্বাস বলেন, সকালে হাজীবাজার বটগাছতলা এলাকায় পেকুয়া উপজেলা সদর থেকে চট্টগ্রামমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের।
এ ঘটনায় শিশুসহ দুইজন আহত হয় জানিয়ে তিনি বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে গুরুতর আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
দুর্জয় বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাহন দুটি জব্দ করেছে। নিহতদের লাশ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।