Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

সিলেট-সুনামগঞ্জের সড়কে মা-ছেলেসহ প্রাণ গেল ৪ জনের

সিলেটে দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি : সকাল সন্ধ্যা
সিলেটে দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি : সকাল সন্ধ্যা
Picture of আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

সিলেট ও সুনামগঞ্জে সাড়ে ছয় ঘণ্টার মধ্যে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশু সন্তানসহ প্রাণ গেছে চারজনের। এসব ঘটনায় আহত হয়েছে ছয়জন।

রবিবার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সিলেটে পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন এবং সুনামগঞ্জে এক দুর্ঘটনায় নিহত হন আরেকজন।

সিলেট

স্ত্রী সন্তান নিয়ে নরসিংদী থেকে সিলেটের সাদা পাথর পর্যটন স্পটে বেড়াতে এসেছিলেন দেলোয়ার হোসেন।  বেড়ানো শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ যায় তার স্ত্রী ও সন্তানের। ভ্রমণের আনন্দ নিমিষেই রূপ নেয় বিভীষিকায়।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর সকাল সন্ধ্যাকে জানান, নরসিংদী সদর উপজেলার দেলোয়ার হোসেন রবিবার সকালে সিলেট শহর থেকে কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন স্পটে বেড়াতে যান। অটোরিকশায় সিলেট ফেরার পথে বিকাল ৪টার দিকে খাগাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি  ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তাদের ৭ বছরের ছেলে আব্দুল্লাহ মারা যায়।

দুর্ঘটনায় দেলোয়ার ও অটোরিকশার চালক আহত হয়েছে জানিয়ে ওসি বলেন, তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

এদিকে সিলেট নগরের চৌকিদেখীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন এক নারী। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট এয়ারপোর্ট সড়কের চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।  নিহত আছমা বেগম (৩০) সুনামগঞ্জ সদর থানার নুরিশপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে চৌকিদেখীর ৩ নং গলির একটি বাসায় ভাড়া থাকতেন।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আছমাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে এবং এর চালক মো. সাগর মিয়াকে (২৮) আটক করে।

সুনামগঞ্জ

চিকিৎসা শেষে অটোরিকশায় বাড়ি ফেরার পথে রবিবার বিকাল ৪টার দিকে সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর সড়কের জগন্নাথপুর উপজেলার খাসিলা এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন রেখা বেগম (৪০) নামে এক নারী। এ ঘটনায় আহত হয়েছেন চার জন।

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সকাল সন্ধ্যাকে জানান, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে ছাতক উপজেলার ঝিগলী পশ্চিম সুলেমানপুর গ্রামের সুহেল মিয়ার পরিবারের সদস্যরা ফিরছিলেন।  তাদের বহনকারী অটোরিকশাকে একটি ট্রাক পেছন ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

ওসি জানান, ঘটনাস্থলেই সুহেল মিয়ার স্ত্রী রেখা বেগম (৪০) মারা যান। আহত হন সুহেলের মা আয়রুন নেছা (৫৫), বোন রেনু বেগম (৩৫), তাদের প্রতিবেশী জাকির মিয়া (১৯) ও অটোরিকশা চালক শফিক মিয়া (৩০)। আহতদের প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অটোরিকশাকে ধাক্কা দেওয়া ট্রাকটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত