Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

সিলেট ও মৌলভীবাজারে সড়কে ঝরল ৪ প্রাণ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Picture of আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

সিলেট বিভাগে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। আর মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৮ বছরের এক শিশু ও তার খালা।

সোমবার সন্ধ্যায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে এবং রাত ৯টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনা সম্পর্কে সিলেট পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারা যান প্রাইভেট কারের যাত্রী মৌলভীবাজারের জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)।

এছাড়া প্রাইভেট কারটিতে থাকা আব্দুল মতিন ও ইকরা বেগম নামে আরও দুজন যাত্রী আহত হন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে পাঠানো হয়েছে বলে জানান সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

অন্যদিকে সোমবার রাত ৯টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর (পাত্রীকুল) এলাকায় ট্রাকচাপায় দুজন প্রাণ হারান।

নিহতরা হলেন শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের পেয়ার বেগম (৪৫) ও তার বোনের মেয়ে সাদিয়া (৮)। 

শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, সাদিয়া ও তার খালা পেয়ার বেগম রাস্তা পার হওয়ার সময় প্রথমে একটি বালুভর্তি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে আরেকটি বালুভর্তি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে পেয়ারা বেগম এবং হাসপাতালে নেওয়ার পথে সাদিয়া মারা যান।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি বিনয় ভূষণ রায়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত