২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার। এই পরীক্ষাকে কেন্দ্র করে ঢাকার কয়েকটি সড়ক এড়িয়ে চলতে নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১০ টা থেকে একযোগে ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রের নির্ধারিত স্থানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যার মধ্যে ঢাকা মহানগর এলাকায় রয়েছে মোট ১৬টি ভেন্যু।
এগুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, বেইরী রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, আগারগাঁওয়ের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মিরপুরের সরকারি বাংলা কলেজ এবং মহাখালীর সরকারি তিতুমীর কলেজ।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পরীক্ষা উপলক্ষে কেন্দ্রে যাতায়াতের সড়কগুলো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণী, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে গাড়ির আধিক্য থাকবে। এ কারণে এসব সড়ক সাধারণ জনগণ যতটুকু সম্ভব ব্যবহার না করতে অনুরোধ জানানো হয়েছে।