ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাত দল হানা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতদল ব্যাংকে প্রবেশ করে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।
বিকেল ৪টার দিকে সকাল সন্ধ্যাকে তিনি বলেন, “এই মুহূর্তে ডাকতারা ব্যাংকের ভেতরে অবস্থান করছে। তারা সংখ্যায় কতজন এখনও বলতে পারি না। বর্তমানে র্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ব্যংকের চারপাশ ঘিরে রেখেছেন।”
অল্প কিছুক্ষণের মধ্যেই ব্যাংকে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ওসি মাজহারুল ইসলাম।
এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় একধরনের চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক সাধারণ মানুষ ব্যাংকটির আশপাশে ভিড় করেছেন। ব্যাংকের ভবনের নিচের ও আশপাশের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।