বাংলাদেশের তরুণ রক মিউজিশিয়ানদের প্রতিভা তুলে ধরতে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। উদ্দেশ্য উদীয়মান শিল্পীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা তাদের স্কিল, প্যাশন ও ট্যালেন্ট প্রদর্শনের সুযোগ থাকবে।
আয়োজকরা বলছেন এটি কেবলমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম, যা শিল্পীদের বিকাশে ব্যাপক সাহায্য করবে।
অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’ শুরু হবে এবং ১০০ জন প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবে। পরবর্তীতে নকআউট রাউন্ডের মাধ্যমে সেরা ৪০ জন প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা নতুন রক ব্যান্ড গঠনের সুযোগ পাবে।
বুধবার হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে একটি সংবাদ সম্মেলনে ইভেন্টের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।
শো-এর বিচারক প্যানেলে থাকবেন, এভয়েডরাফা ব্যান্ডের ভোকালিস্ট রাইফ আল-হাসান রাফা, ওয়ারফেজ ব্যান্ডের ভোকালিস্ট পলাশ নূর, আর্বোভাইরাস ব্যান্ডের গিটারিস্ট আসিফ আজগর রঞ্জন এবং সঙ্গীতশিল্পী তাসফি।
মেন্টর হিসেবে মেকানিক্স ব্যান্ডের আফতাবুজ্জামান ত্রিদিব, বে অব বেঙ্গল ব্যান্ডের বখতিয়ার হোসাইন, আর্টসেল ব্যান্ডের সাইফ আল নাজী সেজান সহ অন্যান্য ব্যান্ড শিল্পীরা শো-এর বিভিন্ন পর্যায়ে অংশ নেবেন ।
এছাড়া তাহসান, এলিটা করিম ও মিলা ইসলাম সহ বিভিন্ন একক তারকারাও তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন।
মঞ্চে ‘দ্য কেইজ’ উপস্থাপনা করবেন সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন এবং ব্যাকস্টেজ হোস্ট হিসেবে থাকবেন পাওয়ারসার্জ ব্যান্ডের জামশেদ চৌধুরী।
অংশগ্রহণকারীদের জন্য তো বটেই, দর্শকদের জন্যও ‘দ্য কেইজ’একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে, বলে দাবি আয়োজকদের।
দীপ্ত টিভি শো-এর ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে, ফলে টিভি, ডিজিটাল স্ট্রিমিং ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী দর্শকরা শো-টি উপভোগ করতে পারবেন।
শো-এর বিজয়ী ব্যান্ড পাবে এমডব্লিউ ম্যাগাজিন কভারে ফিচার হওয়ার সুযোগ, নিজেদের গান রেকর্ড ও একটি কনসার্ট করার সুযোগ এবং মার্চেন্ডাইজ ডিল।
‘দ্য কেইজ’ -এর তত্ত্বাবধানে আছেন কিংবদন্তি ব্যান্ড ফিডব্যাক-এর প্রতিষ্ঠাতা ফোয়াদ নাসের বাবু, মাইলস-এর মানাম আহমেদ এবং ওয়ারফেজ-এর শেখ মনিরুল ইসলাম টিপুর মতো অভিজ্ঞ শিল্পীরা।