৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর বড় আশা দেখা কঠিন ছিল। কত রানে অলআউট হবে, সেই হিসাব কষাও হয়তো শুরু করেছিলেন অনেকে। তবে তাওহিদ হৃদয় ও জাকের আলী হিসাব পাল্টে দেন। চমৎকার ব্যাটিংয়ে বড় জুটি গড়ে দলকে নিয়ে যান সম্মানজনক স্কোরে। বাংলাদেশ জিততে না পারলেও এই ব্যাটাররা প্রশংসায় ভাসছেন। সেটা এমনকি প্রতিপক্ষ ক্যাম্প থেকেও আসছে।
শুবমান গিলের হার না মানা সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে ভারত। বাংলাদেশকে তারা হারিয়েছে ৬ উইকেটে। জয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রশংসায় ভাসিয়েছেন হৃদয় ও জাকেরকে। এই দুই ব্যাটারের চমৎকার ব্যাটিংয়েই তুলনামূলক বড় লক্ষ্য তাড়া করতে হয়েছিল ভারতকে।
হৃদয় ও জাকের ২০৬ বলে ১৫৪ রানের রেকর্ড জুটি গড়ায় বাংলাদেশ ২২৮ রান পর্যন্ত যেতে পারে। জাকের ৬৮ রানে আউট হলেও সেঞ্চুরি পূরণ করেন হৃদয়। তাদের চোখজুড়ানো ব্যাটিংয়ের পরও হার এড়াতে পারেনি বাংলাদেশ। এরপরও বাংলাদেশকের সমর্থকদের হৃদয় জিতে নিয়েছেন দুই ব্যাটার। রোহিতও কৃতিত্ব দিচ্ছেন তাদের। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বলেছেন, “বড় জুটি গড়ার জন্য জাকের ও হৃদয়কে কৃতিত্ব দিতে হবে।”
ভারতের জয়ের পথে নায়ক শুবমান গিল। সেঞ্চুরি দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করেছেন দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার। স্বভাবতই তার প্রশংসা ঝরছে রোহিতের কণ্ঠে, “গিল দারুণ খেলোয়াড়। এই স্কোয়াডে তার সামার্থ্য নিয়ে কখনও কারও সন্দেহ ছিল না। গিলের মান সম্পর্কে আমরা সবাই জানি। সে যা করে দেখিয়েছে, তা দেখে কারও চমকে যাওয়া উচিত নয়। ও শেষ পর্যন্ত থাকায় ভালো লেগেছে।”