টি-টোয়েন্টি থেকে বিশ্বকাপের পর অবসর নিয়েছেন রোহিত শর্মা। সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন নিজেই। ভারতীয় গণমাধ্যমের একটা অংশ অবশ্য বলছে বাদ দেওয়া হয়েছে ছন্দ হারানো রোহিতকে। অস্ট্রেলিয়ায় ৫ ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ১০ রান। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রে রোহিত ভাবনায় নেই নির্বাচকদের।
এবার ভারতীয় ওয়েবসাইট ‘মাইখেল’ জানালো শুধু টেস্ট নয়, অস্ট্রেলিয়া থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিবেন রোহিত? তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দিবেন কে? বিসিসিআইয়ের প্রাথমিক তালিকায় আছে তিনটি নাম। টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও শুভমান গিল।
সূর্যকুমারের বয়স ৩৪ বছর, হার্দিকের বয়স ৩১। এর আগে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে হার্দিকের। তাই এগিয়ে হার্দিকই।
এ নিয়ে ‘মাইখেল’কে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘চাপের মুখে ভালো নেতৃত্ব দেওয়ার দক্ষতা আছে হার্দিকের। অধিনায়ক হিসেবে অভিজ্ঞ আর দক্ষ অলরাউন্ডার সে। শুভমানও অধিনায়ক হতে পারে, তবে ওকে পরিণত হতে হবে। সূর্যকুমারের ওয়ানডে পারফরম্যান্স খুব ভাল নয়। রোহিতকে না পাওয়া গেলে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য হার্দিক সেরা বিকল্প।’’
এদিকে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, রোহিতের মত বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজার ওপর আস্থা রাখতে পারছেন না নির্বাচকরা। অস্ট্রেলিয়া সফর শেষে তাদের সঙ্গেও আলোচনায় বসবেন নির্বাচকরা।
বিরাট কোহলির শেষ ১৫টি টেস্ট ইনিংস ২৯*, ০, ৭০, ১, ১৭, ৪, ১, ৫, ১০০*, ৭, ১১, ৩, ৩৬, ৫ ও ১৭। কোহলিসুলভ নয় মোটেও। রবীন্দ্র জাদেজার শেষ ১৫টি টেস্ট ইনিংস ১২, ৪, ১৫, ৮৬, ৮, ০, ৫, ৩৮, ৪২, ১৪, ৬, ৭৭, ১৭, ২ ও ২৬। বল হাতেও চেনা ছন্দে নেই জাদেজা। তাই পালাবদলের অপেক্ষায় এখন ভারতীয় ক্রিকেট।