Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪
Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪

বিশ্বজয়ের পর টি-টোয়েন্টি ছাড়লেন রোহিতও

rr
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বিরাট কোহলি অবসর নিয়েছিলেন পুরস্কার বিতরণী মঞ্চেই। ফাইনাল সেরা হয়ে ঘোষণা দেন আর ভারতের জার্সিতে টি-টোয়েন্টি খেলবেন না। বিশ্বজয়ের ১২০ মিনিট পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও জানিয়ে দিলেন, এই ফরম্যাট থেকে অবসরের কথা।

সংবাদ সম্মেলনে রোহিত বললেন, “এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। আমি আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলব না।  সিদ্ধান্ত নেওয়ার জন্য এর চেয়ে ভালো মুহূর্ত হতে পারে না। এই ফরম্যাটেই ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল।’’

ভারতের হয়ে অবশ্য ওয়ানডে ও টেস্ট খেলবেন রোহিত। পরের বিশ্বকাপ ২০২৬ সালে। তখন রোহিতের বয়স হবে ৩৯ আর কোহলির ৩৭। ফর্ম, ফিটনেসের যদি-কিন্তু পেরিয়েও তারা যে দেশের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামবেন না, সেটা পরিষ্কার হয়ে গেল। প্রথমে বিদায় জানালেন কিং কোহলি, সেই ধাক্কার কিছুক্ষণ পরেই টি-টোয়েন্টি থেকে অবসর হিটম্যানের।

২০০৭ বিশ্বকাপে অভিষেক রোহিত শর্মার। ৪০ বলে ৫০ রান করেছিলেন প্রোটিয়াদের বিপক্ষে। সেই শুরু। ফাইনালে করেছিলেন ১৬ বলে ৩০। প্রতিটা বিশ্বকাপেই একের পর এক অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন তিনি। কে ভুলতে পারে ২০১০-এ অস্ট্রেলিয়ার সামনে তাঁর মরিয়া লড়াই। ৪৬ বলে ৭৯ রান করেও ম্যাচ জেতাতে পারেননি রোহিত।

২০২১-এ আফগানিস্তানের সঙ্গে ৪৭ বলে করেছিলেন ৭৪ রান। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ বলে ৯২ রানের মহাকাব্যিক ইনিংসে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন আরও একবার। এই ফরম্যাটে সবচেয়ে বেশি ৪২৩১ রান যেমন রোহিতের, তেমনি সর্বোচ্চ ২০৫ ছক্কাও তার। অধিনায়ক হিসেবেও জিতেছেন সবচেয়ে বেশি ম্যাচ। এই রোহিতকে মিস করবে টি-টোয়েন্টিই।

শেষটা বিশ্বকাপ জিতে হওয়ায় খুশি রোহিত, ‘‘টি-টোয়েন্টি যখন থেকে খেলছি, উপভোগ করেছি। আমি বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত জিততে পারায় খুশি আমি।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত