Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

বল বিকৃতির অভিযোগ উড়ালেন রোহিত, সেমিতে বৃষ্টির শঙ্কা

222222222
[publishpress_authors_box]

একটা সময় অভিযোগটা উঠত পাকিস্তানি পেসারদের বিপক্ষে। দ্রুত রিভার্স সুইং পাওয়ায় বলা হত বল বিকৃতি করছেন পাকিস্তানি পেসাররা। এবার পাকিস্তানেরই সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ইনজামাম উল হক বল বিকৃতির অভিযোগ করলেন ভারতীয় পেসার আর্শদীপের বিপক্ষে।

ইনজির অভিযোগ,“আর্শদীপ ১৫তম ওভারে বল রিভার্স সুইং করাচ্ছিল। এত তাড়াতাড়ি কী বল রিভার্স সুইং করানো যায়। মানে ১২ বা ১৩তম ওভার থেকেই বল বিকৃত করা হয়েছে। আম্পায়ারদের চোখ খোলা রাখতে হবে।’’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে এ নিয়ে প্রশ্ন করা হয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। তিনি হেসেই উড়িয়ে দেন ব্যাপারটা, ‘‘কী জবাব দিব? দিনের বেলা শুকনো উইকেটে বল করলে তো এমনিই রিভার্স হতে শুরু করে। শুধু আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে না। সব দলের ক্ষেত্রেই হচ্ছে। কখনও কখনও কথা বলার আগে নিজের বুদ্ধি একটু খাটানো উচিত। বুঝতে হবে যে আমরা কোথায় খেলছি। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে তো খেলছি না।’’

এদিকে ভারত-ইংল্যান্ডের সেমিফাইনাল ভেসে যেতে পারে বৃষ্টিতে। আবহাওয়ার পূর্বাভাসের ওয়েবসাইট একুওয়েদার জানিয়েছে, ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। সকাল ১০টার দিকে ৫০ শতাংশ আর ১১টায় ৭৫ শতাংশ। বিবিসি জানিয়েছে, দুপুরের দিকে হতে পারে বজ্রসহ ঝোড়ো বৃষ্টি।

শেষ পর্যন্ত ম্যাচটা না হলে কী হবে? কারণ কোনও রিজার্ভ ডে নেই দ্বিতীয় সেমিফাইনালে।  আইসিসির প্লেয়িং কন্ডিশনে আছে, সেমিফাইনালের খেলা পরিত্যক্ত হলে ফাইনালে উঠে যাবে সুপার এইটে এগিয়ে থাকা দল।

 ভারত টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে পৌঁছেছে সেমিফাইনালে। আর ইংল্যান্ডের পয়েন্ট ছিল ৪। সেক্ষেত্রে ভারত চলে যাবে ফাইনালে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত