Beta
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
Beta
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

৫ লড়াইয়ে শিরোপাভাগ্য

3e4
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ভারত নাকি দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জিতবে কোন দল? দুটি দলই সাফল্যের জন্য করছে দীর্ঘ অপেক্ষা। সেই ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি ভারতের। আর দক্ষিণ আফ্রিকা তো জিতেনি কোনও ফরম্যাটের বিশ্বকাপই। এবার দুটো দলই ফাইনালে কোনও ম্যাচ না হেরে।

ফাইনালে লড়াইয়ের ভেতর থাকে অনেক লড়াই। এমন ৫টি লড়াই গড়ে দিতে পারে আজকের ফাইনালের ভাগ্য।

রোহিত শর্মা-মার্কো ইয়ানসেন

সুপার এইটে অস্ট্রেলিয়ার পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বিস্ফোরক ব্যাটিং করেছেন রোহিত শর্মা। দুই ম্যাচেই করেন ঝড়ো ফিফটি। মার্কো ইয়ানসেন পুরো বিশ্বকাপে নিষ্প্রভ থাকলেও আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। বাঁহাতি পেসারের বিপক্ষে রোহিত শর্মার দূর্বলতা আছে কিছুটা। ইয়ানসেনের বিপক্ষে ৯ টি-টোয়েন্টি ইনিংসে অবশ্য একবারই আউট হয়েছেন রোহিত।

জাসপ্রিত বুমরা-কুইন্টন ডি কক

দক্ষিণ আফ্রিকার হয়ে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ২০৪ রান করেছেন কুইন্টন ডি কক। স্ট্রাইক রেট ১৪৩.৬৬। যুক্তরাষ্ট্রের পর ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছেন ফিফটি। জাসপ্রিত বুমরা  করছেন অন্য গ্রহের বোলিং। এবারের বিশ্বকাপে ১৩ উইকেট নিয়েছেন কেবল ৪.১২ ইকোনমি রেটে।

ঋষভ পন্ত- কেশব মহারাজ

তিন নম্বরে ব্যাট করছেন পন্ত। এই বিশ্বকাপে ১৭১ রান করেছেন ১২৯.৫৪ স্ট্রাইক রেটে। কেশব মহারাজ ৯ উইকেট নিয়েছেন ৬.০৮ ইকোনমি রেটে। দুজনের লড়াইটা উপভোগ্য হওয়ার কথা।

বিরাট কোহলি-কাগিসো রাবাদা

বিরাট কোহলি বিশ্বকাপ জুড়েই ছন্দহীন। আইপিএলে সর্বোচ্চ রান করে আসা এই কিংবদন্তি পুরো বিশ্বকাপে করেছেন কেবল ৭৫ রান। তবে সবাই জানে ফাইনালে কোহলির একটি ইনিংসে গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। আর তাকে থামাতে মুখিয়ে থাকবেন ৫.৮৮ ইকোনমিতে ১২ উইকেট নেওয়া কাগিসো রাবাদা।

হেনরিখ ক্লাসেন-কুলদীপ যাদব

স্পিনে সময়ের অন্যতম সেরা ব্যাটার হেনরিখ ক্লাসেন। আইপিএল মাতিয়ে আসা ক্লাসেনের জন্য বড় পরীক্ষা হতে পারে ভারতের কুলদীপ যাদব। শেষ কয়েকটা ম্যাচে ভারতকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন কুলদীপ। সেমিফাইনালেও নিয়েছিলেন ৩ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত