Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রে গিয়ে নানা প্রশ্নের জন্ম দিলেন রোমান-দিয়া

দেশসেরা আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী।
দেশসেরা আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী।
[publishpress_authors_box]

তবে কি অসীম কুমার দাস, হাকিম আহমেদ রুবেলের মতোই বাংলাদেশে আর্চারি ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী? খেলা ছেড়ে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অসীম ও রুবেল। দেশের বিভিন্ন গণমাধ্যমে আগেই এই দুজন আর্চারি না খেলার ঘোষণা দিয়েছিলেন একরকম। দেশসেরা আর্চার দম্পতি রোমান ও দিয়া কি সেই পথে হাঁটতে চলেছেন কিনা কে জানে! তারা দুজন অনেকটা গোপনে শনিবার দেশ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। বর্তমানে নিউ জার্সিতে অবস্থান করছেন রোমান ও দিয়া।

তারা কেন গেলেন যুক্তরাষ্ট্রে

২০২১ সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া বাংলাদেশ আর্চারি দলের সদস্য ছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এর আগে যুক্তরাষ্ট্র পাড়ি জমানো অসীম ও রুবেলও ছিলেন সেই দলের সদস্য। এই দুজন ২০২১ সালে পাওয়া ভিসা কাজে লাগিয়ে চলে গেছেন যুক্তরাষ্ট্রে। তাদের পথ ধরে সর্বশেষ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দেশসেরা দুই আর্চার।

কাঁধের চোটের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন দিয়া-এমন দাবি করে দিয়ার বাবা নূর আলম বলেছেন, “দিয়া বেশ কিছুদিন ধরে চোটের কারণে জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটিতে ছিল। সে বলেছিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবে। আমি তো জানি, চিকিৎসা করাতেই গিয়েছে সে।”

দিয়া সিদ্দিকী ও রোমান সানা।

দিয়ার যে ধরনের চোট সেটা দেশেই ভালভাবে সারানো সম্ভব। না হলে আশপাশের দেশ, এমনকি থাইল্যান্ডেও চিকিৎসা করানো সম্ভব। সেই তুলনায় যুক্তরাষ্ট্রের বিমান ভাড়া ও চিকিৎসা খুব ব্যয়বহুল। তাহলে কি দিয়া-রোমান দম্পতি নতুনভাবে জীবন সাজাতেই গেছেন যুক্তরাষ্ট্রে? দিয়া সিদ্দিকীর বাবার জবাব, “এ ব্যাপারে আমার কোনও ধারণা নেই। তারা সেরকম কিছু আমাকে বলেনি এখনও পর্যন্ত। গতকালও দিয়ার সঙ্গে আমার কথা হয়েছে। ওখানে গেছে, আগে ডাক্তার দেখাক। এরপর দেখি কি বলে?”

ফেডারেশন জানে না

ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে হবে আর্চারির এশিয়া কাপ। মার্চে বিশ্বকাপের স্টেজ ওয়ান টুর্নামেন্ট। এছাড়া ইসলামিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপ হবে সৌদি আরবে। বাংলাদেশে নভেম্বরে হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। আরো কিছু টুর্নামেন্ট মিলিয়ে জাতীয় আর্চারি দলের ব্যস্ত সূচী এই বছর।

অক্টোবরে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ শেষে ক্যাম্প থেকে সবাইকে ছুটি দেওয়া হয়েছিল। জাতীয় দলের সব আর্চারের শুক্রবার ক্যাম্পে যোগ দেওয়ার কথা। আন্তর্জাতিক প্রতিযোগিতা সামনে রেখে আগামী শনিবার থেকে শুরু হবে এই ক্যাম্প। কিন্তু দিয়া সিদ্দিকী আছেন যুক্তরাষ্ট্রে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন চপল বলেন, “আমিও আপনাদের মাধ্যমে শুনেছি, তারা চলে গেছে। কিন্তু ওরা আমাকে কিছু বলে যায়নি। আমাদের জিজ্ঞাসা করলে, অবশ্যই যাওয়ার অনুমতি দিতাম। কারণ ওদের তো ভিসা আছে সে দেশের। শুধু অসীম আমাদের যাওয়ার আগে বলে গিয়েছিল। অথচ ১ মাস আগে দিয়া যখন ফেডারেশন থেকে পাসপোর্ট নিয়ে যায় তখন তাকে বলেছিলাম, গেলে আমাদের বলে যেও।”

ভবিষ্যতের দুশ্চিন্তায় কী এমন সিদ্ধান্ত

দীর্ঘদিন জাতীয় দলে নেই রোমান সানা। ফেডারেশন থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর থেকেই এক রকম ছন্দ হারিয়ে ফেলেন রোমান। এরপর যদিও সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু জাতীয় দলে আর ফেরা হয়নি রোমানের। জাতীয় দলের জন্য গত মাসে হয়েছে একটি ট্রায়াল। সেখানেও আশানুরূপ স্কোর করতে পারেননি তিনি। এসব নিয়ে রোমানের মধ্যে ছিল বেশ হতাশা। বিভিন্ন সময়ে সেই হতাশা তিনি গণমাধ্যমে প্রকাশ করেছেন।  

স্ত্রী দিয়া সিদ্দিকীর সঙ্গে রোমান সানা। ছবি: সংগৃহীত।

দেশের সেরা আর্চারদের এভাবে চলে যাওয়াকে দুঃখজনক বলছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ হাসান, “এটা আসলেই দুঃখজনক। যে ৩ জন (অসীম, হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী) গেছে ওরা দেশের সেরা খেলোয়াড় ছিল। কিন্তু আর্চারিতে ভবিষ্যত নেই দেখে চলে যাচ্ছে। এটা কিছুটা হলেও সত্য। কারণ এখানে চাকরি-বাকরির টানাপোড়েন আছে। আর্চারিতে মাসিক বেতনও সেরকম নয়, যা একজন ফুটবলার বা ক্রিকেটার পান।”

দিয়ার চলে যাওয়ার ঘটনা আজই শুনেছেন মোহাম্মদ হাসান “আমি ঘটনাটা শুনি রোমানের আনসার ইউনিটের এক সহকর্মীর কাছে। এরপরই দিয়াকে ফোন দিই । কিন্তু তার ফোন বন্ধ পেয়েছি। এখন বুঝতে পারছি কেন ওরা যোগাযোগ বন্ধ রেখেছে।”

ভবিষ্যতে জাতীয় দল আবারও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোতে খেলোয়াড়দের পাঠাবে কিনা সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, “এই ঘটনার পর ফেডারেশন আবারও আমেরিকা বা উন্নত দেশে খেলতে পাঠাবে কিনা এ নিয়েও সংশয় থেকে যাচ্ছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত