Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪
Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪

‘পাগল হলে বিশ্বকাপে রুপা জিতলাম কীভাবে’

স্ত্রী দিয়া সিদ্দিকীর সঙ্গে হ্যান্ডবল স্টেডিয়ামে বিএসপিএর অনুষ্ঠানে এসেছিলেন রোমান সানা। ছবি: সংগৃহীত।
স্ত্রী দিয়া সিদ্দিকীর সঙ্গে হ্যান্ডবল স্টেডিয়ামে বিএসপিএর অনুষ্ঠানে এসেছিলেন রোমান সানা। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

কালো রঙের পাঞ্জাবি পরে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) ইফতার পার্টিতে এসেছিলেন রোমান সানা। চেহারাতেও কি কোথাও লেগে ছিল শোকের ছাপ? হতে পারে।

বাংলাদেশের আর্চারির সবচেয়ে বড় বিজ্ঞাপন রোমান সানাকে নিয়ে তর্ক শেষ হচ্ছেই না। শুক্রবার বিশ্বকাপে রুপাজয়ী এই আর্চারের অবসরের চিঠি গ্রহণ করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি। এমন তারকাকে জাতীয় দলে ফেরানোর ইচ্ছা যে খুব নেই, সেটা কর্মকর্তাদের আভাস ইঙ্গিতেই বোঝা যায়।

ইতোমধ্যে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন চপল রোমানকে মানসিক রোগী বলে আখ্যা দিয়েছেন। সকাল সন্ধ্যাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “রোমান একজন মানসিক রোগী।”

কাজী রাজীব উদ্দীনের এমন বক্তব্যে প্রচণ্ড দুঃখ পেয়েছেন রোমান সানা। শনিবার তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছেন, “স্যারকে (কাজী রাজীব উদ্দীন) আমি খুব শ্রদ্ধা করি। উনার মতো এমন বিজ্ঞ মানুষ কিভাবে এমন কথা বলতে পারলেন! কথাটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি।”

রোমান ২০২১ সালে সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপে রিকার্ভ মিশ্র দ্বৈতে রুপা জিতেছেন দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে। সরাসরি খেলেছেন অলিম্পিকে। একজন অলিম্পিয়ান হিসেবেও তিনি সাধারণ সম্পাদকের কথাটা মানতে পারছেন না। পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলছেন, “আমি পাগল হলে এখানে কিভাবে ঘুরে বেড়াচ্ছি? এই অনুষ্ঠানে কিভাবে এসেছি? পাগল হলে কিভাবে এত আন্তর্জাতিক পদক জিতেছি। কিভাবেই বা বিশ্বকাপে রুপা জিতলাম?”

একজন অলিম্পিয়ানের মূল্যায়ন হয় সারা বিশ্বে। কিন্তু এ দেশের মাটিতে অলিম্পিয়ানের কোনও মূল্য নেই বলে এই তারকা আর্চার আফসোসের সুরে বলেন, “আমি ইউরোপে দেখেছি অলিম্পিয়ানদের কত মূল্য ! যখন কেউ শোনে আমি একজন অলিম্পিয়ান তারা অনেক সম্মান করে। অথচ এই দেশে অলিম্পিয়ানের মূল্য নেই।”

আন্তর্জাতিক পদক গলায় রোমান সানা।

পাশের দেশ ভারতের উদাহরণ টেনে রোমান বলেন, “ভারতের নামী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিও অলিম্পিয়ানদের কত সম্মান করেন। ভারতে যারা রিকার্ভ খেলে তাদের অনেক সম্মান। কম্পাউন্ড ইভেন্ট অলিম্পিকে নেই। কিন্তু কেন এই ইভেন্ট অলিম্পিকে নেই, সেটা দেখে আফসোসের সীমা নেই তাদের।”

ইফতারের এই অনুষ্ঠান মূলত ক্রীড়াঙ্গনের মিলনমেলা ছিল। যেখানে এসেছিলেন বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়, সংগঠক, কোচ, কর্মকর্তারা। অনুষ্ঠানে এসেছিলেন কাজী রাজীব উদ্দীনও। কিন্তু সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা হয়নি রোমানের। যদিও রোমানের স্ত্রী দিয়া সিদ্দিকী কাজী রাজীব উদ্দীনের সঙ্গে দেখা করেছেন।

দিয়া বলেছেন, “আগামীকাল রোমান যদি ট্রেনিং সেন্টারে আসে তাহলে স্যার তার বিষয়গুলো নিয়ে কথা বলবেন।”

যদিও রোমান এসব বিষয় নিয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের শরণাপন্ন হতে চান।

“আমি পুরো বিষয় নিয়ে ক্রীড়ামন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করতে চাই। মিডিয়ার মাধ্যমে দেখেছি, মন্ত্রী মহোদয় আমার সঙ্গে কথা বলবেন। তাই তার সঙ্গে দেখা করে ক্রীড়াবিদদের সমস্যার কথা খুলে বলতে চাই। আশা করি তিনি আমার সমস্যার কথা শুনবেন।”

রোমানের মতো কৃতি আর্চারকে নিয়ে নেতিবাচক মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে ক্রীড়াঙ্গনে। শনিবার দিনভর ‘টক অব দ্য স্পোর্টস’ ছিল রাজীব উদ্দীনের এমন মন্তব্য।

এসএ গেমসে সোনাজয়ী শুটার শারমিন আক্তার রত্না বলেছেন, “যখন ফেডারেশনের বিরুদ্ধে সত্যি কথা বলি তখন আমাকেও পাগল বলা হতো।” পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের মুখেও একই কথা, “আমি তো এখন পুরাই পাগল। কারণ আমি ফেডারেশনে যত অনিয়ম আছে, সে সবের বিরুদ্ধে কথা বলি।”     

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত