হঠাৎ করেই জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন রোমান সানা। কিন্তু আবারও অবসর ভেঙে ফেরার ইচ্ছা জানিয়ে বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে চিঠি দিয়েছেন তিনি। গত ২ মে ফেডারেশন বরাবর এই চিঠি দিয়েছেন বাংলাদেশের আর্চারির পোস্টার বয়।
অবসরে যাওয়ার পর হতাশা থেকে ফেডারেশন নিয়ে নানা মন্তব্য করেন রোমান। যা নিয়ে ভুল স্বীকার করেছেন। চেয়েছেন ক্ষমা। পাশাপাশি আগের অব্যাহতিপত্র প্রত্যাহার করতে চেয়েছেন। আবারও দেশের হয়ে খেলার সুযোগ চেয়েছেন এই অলিম্পিয়ান আর্চার।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন আহমেদ জানিয়েছেন, “সে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছে গত ২ মে। আমরা তার চিঠি পেয়েছি।”
যদিও এখনই রোমানকে জাতীয় দলে ফেরানো হবে কিনা সে ব্যাপারে কোনও নিশ্চয়তা দিতে পারছেন না তিনি, “সভাপতি মহোদয় চিঠি দেখবেন। এরপর তিনি প্রয়োজনবোধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রোমানের বিষয়ে কারও কোনও একক সিদ্ধান্ত নেই, যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায় এবং সামনে কিছু হলে সেটাও সভার মাধ্যমেই হবে।”
জাতীয় দলে ফিরতে হলে রোমানকে ট্রায়ালের মাধ্যমে স্কোর করে নিজেকে প্রমাণ দিয়ে ফিরতে হবে। রোমান জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেওয়ার আগেই ট্রায়ালে অংশগ্রহণ করেননি তিনি।