Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

ব্রাজিল ফুটবলের গৌরব ফেরাতে প্রেসিডেন্ট নির্বাচন করবেন রোনালদো

RONALDO-52
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

গুঞ্জনটা অনেক দিন থেকেই। যাকে নিয়ে গুঞ্জন, তার কাছ থেকেও ইঙ্গিত মিলেছিল। তিনি মানে, দ্য ফেনোমেনন রোনালদো। এবার আনুষ্ঠানিক ঘোষণাই দিলেন- ব্রাজিল ‍ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদে নির্বাচন করবেন তিনি। ব্রাজিল ফুটবলের হারানোর গৌরব ফেরাতে নতুন দায়িত্ব ভার পাওয়ার লক্ষ্যে ব্রাজিলের কোণা কোণা ঘুরে বেড়াবেন এই কিংবদন্তি।

ব্রাজিল ফুটবলের সমৃদ্ধময় ইতিহাসের অন্যতম সেরা চরিত্র রোনালদো। তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠে জিতেছেন দুইবার। খেলোয়াড়ি জীবনে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়ানো সাবেক এই স্ট্রাইকার এখনও ফুটবলের সঙ্গেই আছেন। তিনি অবশ্য কোচিং পেশার দিতে যাননি, হয়েছেন ক্লাবের মালিক। এবার স্বপ্নটা দেশকে নিয়ে। ব্রাজিল ফুটবলের কঠিন সময়ে সভাপতির দায়িত্ব নিয়ে সাফল্য ফেরাতে চান জাতীয় দলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ পোস্টে রোনালদো লিখেছেন, “ব্রাজিলের ফুটবলই আমার জন্য পুরো বিশ্বের দরজা খুলে দিয়েছিল। খেলোয়াড় হিসেবে আমি আমার গল্প বলছি না। কারণ আমাদের ফুটবল আমার থেকে অনেক বড়। হ্যাঁ, আমরা এখনও একমাত্র দল হিসেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু, বর্তমান মুহূর্তে, আমাদের শ্রেষ্ঠত্বের আশা এমনকি আমাদের সম্ভাবনার চেয়ে অনেক নিচে।”

এরপর যোগ করেছেন, “তাহলে আমরা কি আমাদের শেকড় হারিয়ে ফেলেছি? আমরা কী হারালাম? আমি মাঠে ফিরতে পারব না, যেটা আপনারা অনেকেই আমাকে করতে বলছেন। আমি সত্যিই মনে করি না, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সবচেয়ে বড় পরাজয় হয়েছে মাঠে। ওগুলো (হার) আসলে টিভিতে দেখা যায়নি। এজন্য আমাদের তাকাতে হবে বাইরের দিকে। ফুটবল প্রতিষ্ঠানের ভেতরের দিকে। খেলোয়াড়দের মানসিকতার দিকে। এবং আমাদের সম্পর্কের দিকে।”

এরপরই রোনালদো দিয়েছেন সভাপতি হওয়ার ঘোষণা, “আমি অনেক দিন ধরে এই সব দেখছি। আমি খেলা ছেড়েছি, তবে কখনোই খেলা ছেড়ে যাইনি। এবার আমি অন্য পজিশন থেকে বদলটা আনতে চাই। আমি ব্রাজিল ফুটবলের ব্যবস্থাপনায় কাজ করতে চাই। এই প্রার্থীতার জন্য আমার অনুপ্রেরণা এখন অগণিত এবং সম্ভবত সবচেয়ে বড়টি হলো, আমার বিশ্বাস আমি সত্যিকার অর্থে ব্রাজিলিয়ান ফুটবলের সম্মান ফিরিয়ে আনতে অবদান রাখতে পারব।”

সভাপতি হলে কী করবেন, সেটি ঠিক করে রেখেছেন রোনালদো, “আমাদের কাঠামো পরিবর্তন করতে হবে। যেটা প্রয়োজন, সেটা টিকিয়ে রেখে যা একটি প্রতিষ্ঠান হিসেবে আমাদের ব্যর্থ করতে পারে, সেটার সংস্কার করতে হবে।। আমি ব্রাজিলিয়ানদের প্রিয় একজন সিবিএফ সভাপতি হতে চাই, যে কিনা সারাবিশ্বে সম্মানিত।”

সঙ্গে যোগ করেছেন, “আমি ব্রাজিলের প্রতিটি কোণে ভ্রমণ করব। সেই সব লোকের কথা শুনব যাদের কথা শোনার প্রয়োজন। আজ ও সবসময়ের- এমন একটি ব্যক্তিগত বিনিয়োগ প্রকল্প উপস্থাপন করব যা দেশের প্রতিটি রাজ্যে খেলাধুলার টেকসই বৃদ্ধির জন্য আগে কখনও দেখা যায়নি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত