Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

সাফ হোম অ্যান্ড অ্যাওয়ে নাকি এক ভেন্যুতে

Saf
[publishpress_authors_box]

আগামী জুন মাসে হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ১৫ জুন শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল ৫ জুলাই। তবে সোমবার কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের সভায় এই টুর্নামেন্ট হোম অ্যান্ড অ্যাওয়ে’তে নাকি এক ভেন্যুতে হবে, তা চূড়ান্ত করতে পারেনি।

এর আগে সাধারণত একটি নির্দিষ্ট ভেন্যুতে হয়েছে সাফের আসর। কিন্তু এবার নতুন নিয়মে হবে সাফ। প্রতিটি দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচগুলো খেলবে বলে জানানো হলেও সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

সাফের সভা শেষে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক জানিয়েছেন, “এ বছর সাফ হবে ১৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। আপাতত সম্ভাব্য এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। এবারের সাফ হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। এ মাসের মধ্যে সব দেশের সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলে সেটা চূড়ান্ত করা হবে। কোনও কারণে না সেটা না হলে একটা ভেন্যুতে আয়োজন করব।”

এই সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী সাফ, অনূর্ধ্ব-২৩ সাফের পাশাপাশি হবে ক্লাব চ্যাম্পিয়নশিপ। যদিও ছেলেদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আগামী বছর থেকে শুরু করা হবে। সেটা আগামী ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর আয়োজন করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত