Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

সাবের হোসেন চৌধুরী
সাবের হোসেন চৌধুরী
[publishpress_authors_box]

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বার্তায় জানিয়েছে ঢাকা মেট্রোপলিটর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে ডিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এর আগে বিকালে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে, সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় তল্লাশী চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

২০১৫ সালে ঢাকার খিলগাঁওয়ে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যার ঘটনায় সম্প্রতি সাবের হোসেন চৌধুরীসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা হয়ে। গত ৪ সেপ্টেম্বর খিলগাঁও থানায় এই মামলা করেন নিহত জনির বাবা ইয়াকুব আলী।

এই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের এই সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবের হোসেন চৌধুরী। তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সংসদ বিলুপ্ত করে রাষ্ট্রপতি। ফলে অন্য সবার মতো পদ হারান সাবের হোসেন চৌধুরীও।

১৯৬১ সালে ফেনীতে জন্ম নেওয়া এই রাজনীতিবিদ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন।

লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকার স্টাডিজ থেকে রাজনীতি ও অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি নেন সাবের হোসেন চৌধুরী। এছাড়া তিনি ওয়েস্টমিনস্টার ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিপ্লোমা করেন।

সাবের হোসেন চৌধুরী ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন। তিনি দায়িত্ব পালনকালেই ২০০০ সালের জুনে বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য পদ পায়, মেলে টেস্ট স্ট্যাটাসও।

২০০১ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হন সাবের হোসেন চৌধুরী। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দলের সাংগঠনিক সম্পাদক-১ হিসেবে ঢাকা বিভাগের দায়িত্ব পালন করেন। ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিবও।

১৯৯৯ সালে তিনি প্রথম নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত