বৃহস্পতিবার দেওয়া হবে এ বছরের একুশে পদক। সকাল ১১ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশিষ্টজনদের পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ নারী ফুটবল দল একুশে পদকের জন্য মনোনীত হয়েছে।
প্রথমে নারী ফুটবল দলের ১১ জনকে পদক প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাফুফে কোন ১১ জনকে পাঠাবে তা নিয়ে বিপাকে পড়ে। পরে বাফুফে দলের ৩২ সদস্যকে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ করে সংস্কৃতি মন্ত্রণালয়কে।
শেষ পর্যন্ত ২৩ ফুটবলার ও কোচ-কর্মকর্তাসহ বাকি ৯ জনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে মন্ত্রণালয়। এর বাইরে বাফুফে কর্মকর্তাদের জন্য পাঠানো হয়েছে ৭ টি আমন্ত্রণপত্র।
অনুষ্ঠানে দলের সবাই আমন্ত্রণ পেলেও মঞ্চে উঠে পদক গ্রহণ করবেন অধিনায়ক সাবিনা খাতুন ও মারিয়া মান্দা।
এ কারণে বুধবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আগে তাদের মহড়া নেওয়া হয়েছে।