Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সাফজয়ী ২৩ ফুটবলার পেলেন ৬৯ লাখ টাকা

fiiy6
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

পুরস্কার আর সংবর্ধনায় ভাসছেন টানা দ্বিতীয়বার সাফ ফুটবল জয়ী নারী ফুটবলাররা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সাবিনা খাতুনের দলকে সংবর্ধনা দিয়েছে সাউথ ইস্ট ব্যাংক।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন ২৩ জন ফুটবলার। ২৩ ফুটবলারের প্রত্যেককে ৩ লাখ টাকা করে দিয়েছে এই ব্যাংক। তাতে ২৩ জন মিলে পেয়েছেন ৬৯ লাখ টাকা। এছাড়া কোচিং স্টাফ ও কর্মকর্তারা এক লাখ টাকা করে পেয়েছেন।

ফুটবলাররা তিন লাখের মধ্যে এক লাখ টাকা পেয়েছেন নগদ চেকে। বাকি দুই লাখ টাকা উচ্চ সুদে স্থায়ী আমানত করা হয়েছে। আর্থিক পুরস্কার ছাড়াও নারী ফুটবলারদের আন্তর্জাতিক ডেবিট কার্ডও দিয়েছে সাউথ ইস্ট ব্যাংক।

এই সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়ালসহ ফেডারেশনের কর্তারা।

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পুরস্কার দিয়েছে ১ কোটি টাকা। এছাড়া বাফুফে দিয়েছে দেড় কোটি টাকা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০ লাখ টাকা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত