সাফ জয়ী নারী ফুটবল দলকে প্রাপ্য দিতে একটুও দেরি করেনি ক্রীড়া মন্ত্রণালয়। শিরোপা হাতে নিয়ে বৃহস্পতিবার বাফুফে ভবনে পা রাখতেই সুসংবাদ পেলেন সাবিনা খাতুনরা। সাফ জয়ীদের জন্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা পুরস্কারও ঘোষণা করেছেন।
নেপালের বিপক্ষে বুধবার টানা দ্বিতীয়বার সাফ জয়ের আনন্দ ছড়িয়ে বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন নারী ফুটবলাররা। এবার তাদের জয় স্বাগতিকদের বিপক্ষে ২-১ গোলের। দুপুরে ঢাকা বিমানবন্দরে পা রাখার পর ফুটবলারদের গতবারের মতো ছাদ খোলা বাসে বরণ করে নেওয়া হয়।
ক্রীড়াপ্রেমীদের ভালোবাসা নিয়ে শহর প্রদক্ষিণ করে সাফ জয়ীদের বাস বাফুফে ভবনে পৌঁছে সন্ধ্যা নাগাদ। সেখানে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফুটবলাররা। অবশ্য এদিন উপস্থিত ছিলেন না সাফ সভাপতি কাজী সালাউদ্দিন ও নতুন বাফুফে প্রধান তাবিথ আউয়াল। তারা দুজনই এএফসি কংগ্রেসে যোগ দিতে বর্তমানে দক্ষিণ কোরিয়ায়।
বাফুফে ভবনে ফুটবলারদের বরণ করে নেওয়া অনুষ্ঠানে পুরস্কারের ঘোষণা দিয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন, “বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা জানাতে আমি বাফুফেতে এসেছি। আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছি এবং একই সঙ্গে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একটা পুরস্কার (২০ লাখ টাকা) ঘোষণা করেছে তাদের জন্য। আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি দেশবাসী ও অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে।”
এছাড়া শনিবার নারী ফুটবলারদের প্রধান উপদেষ্টা তার বাস ভবনে নিমন্ত্রণ করেছেন বলেও জানান আসিফ মাহমুদ, “মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আগামী শনিবার বেলা ১১টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত করেছেন। মেয়েরা সেদিন স্যারের সঙ্গে দেখা করবেন।”