Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

অলিম্পিকে সরাসরি খেলা সাগর পেলেন ৫ লাখ টাকা

সিটি গ্রুপের পক্ষ থেকে সাগর ইসলামকে দেওয়া হলো ৫ লাখ টাকা। ছবি: সংগৃহীত।
সিটি গ্রুপের পক্ষ থেকে সাগর ইসলামকে দেওয়া হলো ৫ লাখ টাকা। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে অলিম্পিকে সরাসরি খেলা তৃতীয় অ্যাথলেট সাগর ইসলাম। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কোয়ালিফাই টুর্নামেন্টে রুপা জিতেছেন। এর আগে নিশ্চিত করেন প্যারিস যাওয়ার টিকিট।

সেই সাগরকে বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এবং পাশাপাশি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তীর-সিটি গ্রুপ সাগরকে দিয়েছে ৫ লাখ টাকার অর্থ পুরস্কার।

শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এই অনুষ্ঠানে সবার মধ্যে একজনকে আলাদা করা গেল সহজেই। অতি সাধারণ সুতি কাপড়ে বসে আছেন চেয়ারে। তাকে ঘিরে অনেকেই। ৪৭ বছর বয়সী সেলিনা বেগমের ছেলে সাগর।

মায়ের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে সাগর ইসলাম।

রাজশাহীতে থাকেন স্বামীহারা সেলিনা। শহরে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করেন। নুন আনতে পানতা ফুরোয়। ঢাকায় আসা যেন তার জন্য বিলাসিতা। তবে দুই বার ঢাকায় এসেছেন। দুই বারই সাগরের জন্য। একবার এসেছিলেন ছেলের ইউরোপের ভিসা সংক্রান্ত কাজে। এবার এসেছেন ছেলের সংবর্ধনা অনুষ্ঠানে।

ঢাকায় এসে সংবর্ধনা মঞ্চে উঠেছেন। তাই বেশ গর্বিত সেলিনা, “আজ আমার ছেলের জন্য মঞ্চে উঠার সুযোগ পেয়েছি। আমি খুবই খুশি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। যেন সে আরো ভালো কিছু করতে পারে।।” সাগরও খুশি মাকে মঞ্চে ওঠার সুযোগ করে দিতে পেরে, “আমার বাবা নেই। মা অনেক কষ্ট করে মানুষ করেছেন। মাকে খুশি করতে পেরেছি এবং এখানে আসার উপলক্ষ্য করে দিতে পেরে ভালো লাগছে।”

সাগর অর্থ পুরস্কার পেয়ে যেন বিস্ময়ের ঘোরে রয়েছেন, “জানতাম পুরস্কার পাবো। কিন্তু এত বড় পুরস্কার পাব ভাবিনি। এই টাকা মায়ের সঙ্গে আলোচনা করেই ব্যয় করব। এখনও ঠিক করিনি কি করব।” সাগরের টাকা সাগরের জন্যই ব্যয় করার পরিকল্পনা মায়ের, “টাকা সাগরের। এটা ওর জন্যই খরচ হবে। ওর খেলা বা ভবিষ্যতের জন্য প্রয়োজন।”

আর্চারি ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে সাগর ইসলামকে। ছবি: সংগৃহীত।

মধ্যবয়সী একজন কর্মজীবি নারীর রাস্তায় চা বিক্রি করা বাংলাদেশের সমাজে বেশ কষ্টকর। তবে নিজের কাজে গর্বই করেন তিনি, “এটাও অন্য দশটা কাজের মতোই কর্ম। মানুষ আমার কাছে চা-পানি, বিস্কুট চায়। আমি তাদের দিচ্ছি। বিক্রির মাধ্যমে আয় করছি।” ছেলে অল্প কিছু দিন পরই অলিম্পিক খেলবে। অলিম্পিয়ানের মা হয়েও তিনি নিজের বর্তমান কাজই করে যেতে চান, “আমি এই কাজটি ভালো জানি। এটাই করতে চাই। নতুন কিছু নয়।”

২৬ জুলাই অলিম্পিক গেমস শুরু। তবে কোচ মার্টিন ফ্রেডরিক সপ্তাহ খানেক আগেই প্যারিস যেতে চান, “আবহাওয়া ও সামগ্রিক পরিস্থিতির সাথে মানিয়ে নিতে ১৮-২০ জুলাইয়ের মধ্যে প্যারিস থাকতে চাই। এটা সাগরের অনুশীলনের জন্য ভালো হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত