Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

ছুরিকাহত সাইফ আলি খান অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত

সাইফ আলি খান
ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান সাইফ আলি খানের বলিউডে অভিষেক হয় ১৯৯৩ সালে।
[publishpress_authors_box]

ভারতের মুম্বাই শহরের বান্দ্রা এলাকায় নিজ বাড়িতে বলিউড তারকা সাইফ আলি খান ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তবে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার করার পর এই অভিনেতা এখন শঙ্কামুক্ত।

চিকিৎসকেরা জানিয়েছেন, পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেয়া হয়েছে সাইফ আলি খানকে। শুক্রবার সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর বাড়িতে নেওয়া হতে পারে সাইফকে।

পুলিশ বলছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এক অনুপ্রবেশকারী ৫৪ বছর বয়সী এই তারকার বাড়িতে ঢুকে তাকে ছয় বার ছুরি দিয়ে আঘাত করে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সাইফ আলি খানের জনসংযোগ টিমের পক্ষ থেকে গণমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে হালনাগাদ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “সাইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তিনি এখন শঙ্কামুক্ত। তিনি এখন সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, চিকিৎসকেরা তাঁর দেখভাল করছেন।” বিবৃতিতে আরও জানানো হয়, তার পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

বুধবার মধ্যরাতের হামলার ঘটনায় সাইফ আলি খানের মেরুদণ্ডের পাশে আর ঘাড়ে গভীর ক্ষতের কথা জানান চিকিৎসকেরা।

পরিবারের সঙ্গে সাইফ আলি খান।

এর আগে সকালে এক বিবৃতিতে স্ত্রী কারিনা কাপুর খান বলেছেন, “সাইফ হাতে আঘাত পেয়েছে। আর তাই হাসপাতালে ওর চিকিৎসা চলছে। পরিবারের বাকি সদস্যরা ভালো আছে। পুলিশ ইতিমধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য ধরার জন্য আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে এ নিয়ে কেউ গুজব ছড়াবেন না। এ ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করছেন এবং দুশ্চিন্তায় আছেন, এ কারণে আপনাদের ধন্যবাদ।”

হামলাকারী কে, কী ছিল তার উদ্দেশ্য, তা জানা যায়নি। এনডিটিভি জানিয়েছে, সাইফকে ছুরিকাঘাত করার ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মুম্বাইয়ের বান্দ্রা থানায় একটি এফআইআর করা হয়েছে।

পুলিশের ভাষ্য, সাইফের বাড়িতে রাতে ওই অনুপ্রবেশকারী ঢোকার পর তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে অনুপ্রবেশকারী সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার সময় সাইফ বাড়িতে একা ছিলেন না। স্ত্রী কারিনা কাপুর খান ও ‍দুই ছেলেকে নিয়ে তিনি ওই বাড়িতে থাকেন পতৌদির নবাব পরিবারের সন্তান সাইফ। কারিনা ও তাদের দুই ছেলে বাড়িতে থাকলেও অক্ষত রয়েছেন। কারিনাকে সকালে হাসপাতালে দেখার খবরও এসেছে সংবাদমাধ্যমে।

তিনজন পরিচারক ছিলেন ঘরে। তাদের একজন ধস্তাধস্তির সময় আহত হন। এই তিন পরিচারককেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ ধারণা করছে, সাইফের ওপর আক্রমণের ঘটনায় একজনই জড়িত ছিলেন। প্রথমে হামলাকারী একজন গৃহকর্মীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ঘুম থেকে উঠে সাইফ গেলে তাকে ছুরিকাঘাত করা হয়।

এদিকে, এ ঘটনায় সাইফ আলি খানের জনসংযোগ টিম একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। তাতে এই তারকার বাড়িতে অনুপ্রবেশকারী ‘চুরির’ উদ্দেশ্যেই প্রবেশ করে বলে উল্লেখ করা হয়।

সাইফ আলি খান।

লীলাবতী হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. নিরাজ উত্তমনি জানান, বান্দ্রার বাড়িতে ছুরিতে আঘাত পাওয়ার পর রাত সাড়ে ৩টার দিকে সাইফ আলি খানকে হাসপাতালে আনা হয়। তার শরীরের ছয় জায়গায় জখম রয়েছে। তার মধ্যে দুটি গভীর। মেরুদণ্ডের কাছে আঘাতগুলো করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নববর্ষ উদযাপন উপলক্ষে সুইজারল্যান্ড গিয়েছিলেন সাইফ আলি খান, তার স্ত্রী কারিনা কাপুর ও তাদের দুই ছেলে। গত সপ্তাহে তারা মুম্বাইয়ে ফিরে আসেন।

ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান সাইফ আলি খানের বলিউডে অভিষেক হয় ১৯৯৩ সালে।

সাইফ প্রথমে বিয়ে করেছিলেন অভিনেত্রী অমৃতা সিংকে। তাদের দুই সন্তান ইব্রাহিম আলি খান ও সারা আলি খান। ২০০৪ সালে অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের আট বছর পর আরেক অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন তিনি। তাদের দুই ছেলের নাম তৈমুর ও জেহ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত